লোহিত সাগরপারে লালগালিচায় ফ্যাশন মুহূর্ত

সৌদি আরবে চলছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। ৫ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ক্রমেই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে গণ্য হচ্ছে এটি। লোহিত সাগরপারের শহর জেদ্দায় এই আসর বসছে চতুর্থবারের মতো। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা হাতে নেওয়ার পর থেকেই সিনেমা নিয়ে নতুন যাত্রা শুরু করেছে দেশটি। ২০১৮ সালে বিনোদনজগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০১৯ সালে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসব। শুরু থেকেই এই উৎসবে বিনোদন–দুনিয়ার বড় তারকাদের হাজির করে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। তবে এবারের আসরে তারকার উপস্থিতি বলে দিচ্ছে, বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসবে পরিণত হওয়া যেন সময়ের ব্যাপার। হলিউড ও বলিউডের ‘এ লিস্টেড’ তারকারা পা দিয়েছেন এবারের রেড সি চলচ্চিত্র উৎসবের লালগালিচায়। একনজরে দেখে নেওয়া যাক তারই একঝলক।

১ / ১২
মডেল জর্জিনা রদ্রিগেজ হেঁটেছেন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায়। তাঁর আরেক পরিচয় ফুটবলার রোনালদোর প্রেমিকা হিসেবে।
ছবি: রেড সি ফিল্মের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে
২ / ১২
হলিউড তারকা উইল স্মিথও দেখা দিয়েছেন হাসিমুখে।
ছবি: রেড সি ফিল্মের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে
৩ / ১২
কালো পাঞ্জাবির ওপর জরির নকশা করা শাল চাপিয়ে দেখা দিয়েছেন আমির খান।
ছবি: রেড সি ফিল্মের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে
৪ / ১২
গাঢ় বেগুনি অফ দ্য শোল্ডার বডি হাগিং গাউনে দেখা দিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর খান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
অফ হোয়াইট বডি হাগিং স্লিপ ড্রেসে দেখা দিয়েছেন বেলি ড্যান্সার পাসান্ত শাওকি।
ছবি: রেড সি ফিল্মের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে
৬ / ১২
কালো-হলুদ সিনড্রেলা গাউনে দেখা দিয়েছেন জর্ডানের অভিনেত্রী ও প্রযোজক সাবা মুবারক।
ছবি: রেড সি ফিল্মের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে
৭ / ১২
বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বখ্যাত নির্মাতা স্পাইক লি।
ছবি: রেড সি ফিল্মের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে
৮ / ১২
ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন বলিউড তারকা রণবীর কাপুর।
ছবি: রেড সি ফিল্মের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে
৯ / ১২
হলিউড তারকা এমিলি ব্লান্টও দেখা দিয়েছেন সোনালি স্লিট গাউনে।
ছবি: রেড সি ফিল্মের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে
১০ / ১২
মুহূর্তেই অন্তর্জালের দুনিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ‘সাবা’খ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও বলিউড তারকা রণবীর কাপুরের ছবিও।
ছবি: মেহজাবীনের ফেসবুক থেকে
১১ / ১২
স্ত্রী শিবানী দান্ডেকারের সঙ্গে দেখা দিয়েছেন ফারহান আখতার।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
হলিউডের অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে বলিউডের শ্রদ্ধা কাপুরের এই ছবি রীতিমতো ভাইরাল অন্তর্জালের দুনিয়ায়।
ছবি: ভোগ ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে