বিউটি পণ্যের বেচাকেনায় সবচেয়ে এগিয়ে যে ৫ তারকা

আন্তর্জাতিক অঙ্গনে বিউটি ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন তারকারা। তাঁদের বেশির ভাগই সংগীত তারকা, মডেল আর অভিনেত্রী। ২০২৩ সালেও শীর্ষ ১০ তারকার বিউটি ব্র্যান্ড থেকে বিক্রি ছাড়িয়ে গেছে এক বিলিয়ন ডলারের মাইলফলক। মানে তারকাদের ব্র্যান্ড থেকে বিক্রি হয়েছে প্রায় ১১ হাজার ৮০০ কোটি টাকার বেশি সৌন্দর্য পণ্য। যা সামগ্রিক বিউটি ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক, শীর্ষ পাঁচে কারা আছেন আর ২০২৩ সালে তাঁরা কত টাকার পণ্য বিক্রি করলেন।

১ / ১৫
প্রথম অবস্থানেই রয়েছেন পপ তারকা রিয়ানা। কয়েক বছর ধরেই তালিকার শীর্ষে রয়েছেন তিনি। ২০২৩ সালে তাঁর বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটি থেকে বিক্রি হয়েছে ৬০ কোটি ২৪ লাখ ডলার বা ৭ হাজার ৮০ কোটি টাকার পণ্য
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১৫
রিহানার ফেন্টি বিউটির সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলো হলো ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার, শাইন গ্লস স্টিক, পেনসিল লিপ লাইনার, হাইড্রেটিং লিপ অয়েল ইত্যাদি। সম্প্রতি এই ব্র্যান্ড বাজারে এনেছে সুগন্ধি
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১৫
দ্বিতীয় অবস্থানে এই বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার নাম একটা চমক। কেননা ২০২৩ সালের আগে বিউটি ব্যবসায়ীদের দৌড়েই ছিলেন না প্রিয়াঙ্কা
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১৫
২০২১ সালে হেয়ারকেয়ার ব্র্যান্ড আলমোলি হেয়ারকেয়ার বাজারে আনেন প্রিয়াঙ্কা চোপড়া। মাত্র দুই বছরের মাথায় তারকা বিউটি ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসেন
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১৫
২০২৩ সালে প্রিয়াঙ্কার এই বিউটি ব্র্যান্ড প্রায় ছয় হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেছে। তার সিংহভাগই এসেছে পশ্চিমা বিশ্ব থেকে
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১৫
এই তালিকার অন্যদের তুলনায় প্রিয়াঙ্কা অল্পসংখ্যক পণ্য বিক্রি করেছেন। অন্যারা বিভিন্ন ধরনের বিউটি পণ্য বিক্রি করেছেন। প্রিয়াঙ্কা সীমাবদ্ধ থেকেছেন কেবল চুলের যত্নের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি পণ্যে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১৫
মার্কিন সুপারমডেল কাইলি জেনার ২০১৫ সাল থেকে চুটিয়ে কসমেটিকসের ব্যবসা করছেন
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১৫
২০২৩ সালে কাইলি ৩৮ কোটি ডলার বা সাড়ে ৪ হাজার কোটি টাকার বিউটি পণ্য বিক্রি করেছেন
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১৫
কাইলি কসমেটিকস থেকে ঠোঁটের নানা অনুষঙ্গই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১৫
৩১ বছর বয়সী মার্কিন সংগীত তারকা আরিয়ানা গ্রান্ডে আছেন তালিকার চতুর্থ স্থানে
ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১৫
২০২১ সালের নভেম্বরে রিয়ানা গ্রান্ডে বাজারে আনেন রেম (আইএম) বিউটি
ছবি: ইনস্টাগ্রাম
১২ / ১৫
গত বছর রেম বিউটি বিক্রি করেছে ৯০ মিলিয়ন ডলার বা ১ হাজার ৫৭ কোটি টাকার পণ্য। আরিয়ানা গ্রান্ডের বিউটি পণ্যগুলো ‘ভেগান’ উপাদানে তৈরি
ছবি: ইনস্টাগ্রাম
১৩ / ১৫
৩২ বছর বয়সী মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ তাঁর বিউটি ব্র্যান্ড রেয়ার বিউটি বাজারে আনেন ২০২০ সালের সেপ্টেম্বরে। রেয়ার খুবই দামি বিউটি ব্র্যান্ড
ছবি: ইনস্টাগ্রাম
১৪ / ১৫
তবু সেলেনার ব্র্যান্ড রেয়ারের পণ্য বিক্রি হয়েছে দেদার—বিশেষ করে লিপস্টিক আর নেইল পলিশ
ছবি: ইনস্টাগ্রাম
১৫ / ১৫
২০২৩ সালে সেলেনা গোমেজ তাঁর রেয়ার ব্র্যান্ড থেকে বিক্রি করেছেন ৭৬ মিলিয়ন ডলার বা ৮৯০ কোটি টাকার পণ্য। আরিয়ানার মতো সেলেনা গোমেজের বিউটি ব্র্যান্ডের কাঁচামালও ‘ভেগান’ আর ‘ক্রুয়েলিটি ফ্রি’
ছবি: ইনস্টাগ্রাম