সাদা পোশাকের ঔজ্জ্বল্য কমে গেছে? এই কাজগুলো করুন
প্রচণ্ড গরমে সাদা পোশাক দেয় স্বস্তি। তবে শ্বেতশুভ্র পোশাকের যত্ন নেওয়া কিছুটা কঠিনই বটে। এ ধরনের পোশাকে খুব সহজেই দাগ লেগে যাওয়ার ঝুঁকি থাকে। দিনের পর দিন সাদা পোশাক পরলে যেমন উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, তেমনি কয়েক দিন ফেলে রাখলেও আবার সাদা জমিনের ওপরে হলদে ভাব লক্ষ করা যায়।
সাদা পোশাক খুব সহজে ময়লা হয়ে যায়। একবার ব্যবহারের পর দ্বিতীয়বার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ ব্যাপারে আকিজ কলেজ অব হোম ইকোনমিকস-এর সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হোসাইন জানান, গরমের দিনে সাদা বা হালকা রঙের সুতি, লিনেন, রেওনজাতীয় মসৃণ কাপড়ের পোশাক পরাই উত্তম। এতে শরীর ঠান্ডা এবং পরিবেশে স্নিগ্ধ ভাব বজায়ে থাকে। তবে এ ধরনের পোশাকের যত্নে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়।
সাদা কাপড় ব্যবহারের পর বাতাসে শুকিয়ে নিতে হয়। এতে কাপড়ে ঘামের দাগ পড়বে না। না হলে দাগ বসে গেলে যত কাচাই হোক, সেই দাগ আর পড়ে উঠতে চায় না।
সাদা পোশাক সব সময় আলাদাভাবে ধুতে হবে। কারণ, অন্য কোনো রঙের পোশাকের সঙ্গে ধুলে সেগুলোর রং ও দাগ সাদা পোশাকে লেগে যাওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া অন্য রঙের পোশাকের সঙ্গে সাদা কাপড় ভিজিয়ে রাখলে অথবা ধুলে সাদা কাপড়ের ঔজ্জ্বল্য কমে যায়।
অত্যধিক ময়লা ও কম ময়লা পোশাকগুলো আলাদা করতে হয়। ফুটন্ত গরম পানিতে পোশাক না ধোয়াই ভালো। এতে কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আপনার সাদা পোশাকটি ধোয়ার আগে ওয়াশিং মেশিন বা কাপড় ধোয়ার পাত্রটি পরিষ্কার করে নিন।
কয়েক দিন ব্যবহারের পর সাদা পোশাকে হলদে ভাব এসে যায়, এটি দূর করতে কাপড় ধোয়ার সময় একটু সাদা ভিনেগার বা লেবুর রস দিয়ে দিন। সাদা পোশাকটি কড়া রোদে শুকালে সূর্যের অতিবেগুনি রশ্মি প্রাকৃতিকভাবে সাদার উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।
সাদা কাপড়ের ঔজ্জ্বল্য বজায় রাখতে পানিতে ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে আধা কাপ লেবুর রস মিশিয়ে দিন। এরপর সেই পানিতে সাদা পোশাক ভিজিয়ে রাখুন। এ ছাড়া ভিনেগার মেশালেও ঔজ্জ্বল্য বজায় থাকবে।
সাদা কাপড়ে অনেকে নীল ব্যবহার করেন। এ ক্ষেত্রে সাবধানে পরিমাণমতো গুঁড়া বা তরল নীল ব্যবহার করতে হবে। কেননা নীলচে ছোপ বা নীলচে ভাব ধরা পোশাক খুব দৃষ্টিকটু।
সাদা পোশাক ইস্তিরি করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত তাপে ইস্তিরি করলে লালচে দাগ পড়ার আশঙ্কা থাকে। কোনো কাপড়ে দাগ থাকা অবস্থায় ইস্তিরি করা উচিত নয়, এতে দাগটি স্থায়ী হয়ে যায়।
আপনার শখের সাদা পোশাকটিতে যদি কোনো দাগ পড়েই যায়, তাহলে দাগের জায়গায় বেকিং সোডার পানি দিয়ে পেস্ট করে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।