বিয়ের সাজে যে পরিবর্তনগুলো নজর কাড়ছে
কয়েক বছর ধরেই বিয়ের সাজে এসেছে অনেক পরিবর্তন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে সেজে উঠছেন এখনকার কনেরা। বউসাজ মানেই খুব জমকালো হবে, এই ধারাটি তো ভেঙেছেই। সেই সঙ্গে শাড়ি, গয়না, মেকআপ—সবকিছুতেই হালকা স্নিগ্ধ বিষয়কে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে।
চলুন, দেখে নিই গত কয়েক বছরে বউসাজে নতুন কী কী সংযুক্ত হয়েছে, তারই এক ঝলক।
ফুলেল ওড়নায় কনে– সাজ
তাজা ফুল দিয়েই তৈরি হচ্ছে কনের ওড়না। গায়েহলুদের অনুষ্ঠানে বেশ জনপ্রিয় এমন ওড়নার ব্যবহার।
লাল চুড়িতে কনে–সাজ
সোনার বালা নয়তো সোনালি চুড়ি—এভাবেই তো সাজবে নতুন কনের হাত, এমনটাই ভাবনায় থাকে সবার। তবে সেই ধারা ভেঙে কনেরা এখন অনায়াসেই পরছেন কাচের চুড়ি। হাতভর্তি ভারী গয়নার পরিবর্তে বরং কাচের চুড়ির নান্দনিক সাজে যেন ফুটে উঠবে তাঁর আসল সৌন্দর্য।
বেছে নিচ্ছেন কেডস
বিয়ে বা গায়েহলুদে কনেরা এখন কেডসও পরছেন। স্বাচ্ছন্দ্যের পাশাপাশি যোগ হচ্ছে স্টাইল স্টেটমেন্ট।
ওড়নায় লেখার চল
শেষ দুই বছরে কনের ওড়নায় লেখার চল জনপ্রিয় হয়ে উঠেছে।
ব্যতিক্রমী গয়না
শুধু সোনারং বা রুপারংই নয়, কনেরা পরছেন বিভিন্ন আকৃতির শেল আর পাথরের গয়না।
ব্লাউজে নতুনত্ব
শুধু বিয়ের শাড়িই নয়, ব্লাউজের নকশাটাও যেন আলাদা হয়, সেটা নিয়েও সচেতন এখনকার কনেরা।