২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

স্মিতা পাতিলের কাঞ্চিভরম শাড়ি দিয়ে প্যান্ট–স্যুট বানিয়ে পরলেন প্রতীক

বলিউডের সিনেমায় বরাবরই শক্তিশালী নারী চরিত্রের প্রতিনিধিত্ব করেছেন প্রয়াত স্মিতা পাতিল। বর্ণবাদকে গুঁড়িয়ে এই শ্যামলা বরনের নারীই মন জয় করেছেন কোটি দর্শকের। ৩১ বছর বয়সে তাঁর কোলজুড়ে আসেন প্রতীক বাব্বার। ছেলের জন্মের মাত্র ২ সপ্তাহ পর ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর মাতৃত্বজনিত জটিলতায় মারা যান স্মিতা। মৃত্যুর ৩৪ বছর পরও স্মিতা পাতিল প্রাসঙ্গিক। নতুন করে আলোচনায়।

বিশ্বখ্যাত নির্মাতা জাঁ-লুক গদার, আকিরা কুরোসাওয়া ও উইম ওয়েন্ডারদের ধ্রুপদি চলচ্চিত্রের সঙ্গে ১৯৭৬ সালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বলিউডের ‘মন্থন’ সিনেমার। সে উপলক্ষে সিনেমাটির মূল প্রিন্ট পুনরুদ্ধার করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে এই নতুন প্রিন্টই দেখানো হয়েছে। ১ জুন রাতে ভারতের মুম্বাইয়ে ‘মন্থন’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী ছিল। সেখানে বলিউড তারকা প্রতীক বাব্বার তাঁর মায়ের দুটি সিল্কের কাঞ্চিভরম শাড়ি দিয়ে তৈরি স্যুট–প্যান্ট পরে হাজির হন। এমনকি প্রতীকের প্রেমিকা, আরেক বলিউড তারকা প্রিয়া ব্যানার্জিও হাজির হন স্মিতা পাতিলের শাড়ি ও গয়নায়।

১ / ১০
প্রতীকের পরনের স্যুট–প্যান্টটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার রাহুল বিজয়। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এই পোশাকের বিষয়ে বলেন, ‘প্রতীক যখন আমাকে বলল যে সে তার মায়ের শাড়ি দিয়ে টাক্সিডো–স্যুট বানিয়ে পরতে চায়, তখন আমি এমন শাড়ি খুঁজছিলাম, যেটা প্রতীকের ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে। দুটি শাড়ি দিয়ে এই স্যুট–প্যান্ট বানিয়েছি। এর আগে কখনো পুরোনো শাড়ি দিয়ে পুরুষের জন্য এ রকম আধুনিক কিছু করিনি। এই ডিজাইন করার আগে “জেড বাই এমকে”র ডিজাইনার মনিকা শাহের সঙ্গেও আলাপ করেছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
একরঙা কালো সিল্কের শাড়ি দিয়ে তৈরি হয়েছে ডবল ব্রেস্টেড টাক্সিডো। শাড়ির মেরুনরঙা পাড় দিয়ে তৈরি হয়েছে টাক্সিডো–স্যুটের হাতার কাফ ও বর্ডার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
আর লম্বা স্ট্রাইপের কালো আরেকটি সিল্কের শাড়ি দিয়ে তৈরি হয়েছে চওড়া ঢিলেঢালা প্যান্ট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
রাহুল তাঁর পোস্টটি শেষ করেছেন এভাবে, ‘পুরোনো পোশাককে টেকসই আধুনিক রূপ দেওয়ার একটা ভালো উদাহরণ হয়ে থাকল এই স্যুট–প্যান্ট। এখানে আছে মায়ের স্পর্শ, স্মৃতি আর আধুনিক ফ্যাশনের এক মেলবন্ধন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
এর আগে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড ক্ল্যাসিক বিভাগে ‘মন্থন’ সিনেমার প্রদর্শনীর দিন প্রতীক যে প্যান্ট–স্যুট আর রুমাল স্টাইলিং করে পরেছিলেন, সেগুলোও রাহুল বিজয়ের নকশা করা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
কান চলচ্চিত্র উৎসবে রত্না পাঠকের সঙ্গে প্রতীক বাব্বার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
১ জুন রাতে ভারতের মুম্বাইয়ে ‘মন্থন’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে প্রতীকের প্রেমিকা প্রিয়া ব্যানার্জি। প্রিয়াও সেদিন দেখা দেন স্মিতা পাতিলের শাড়ি ও গয়নায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
ইনস্টাগ্রামে এক পোস্টে প্রিয়া লেখেন, ‘প্রতীকের কাছে খুবই কৃতজ্ঞ যে সে আমাকে তার আইকনিক মায়ের শাড়ি ধার দিয়েছে পরতে। আশা করি, আমাকে ভালোই দেখাচ্ছে। আমার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা আর কৃতজ্ঞতা।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
প্রিয়া আরও লেখেন, ‘এই শাড়ির নাম তানচই। “দারদ কা রিশতা” সিনেমাটি স্মিতা পাতিল করেছিলেন নার্গিস দত্ত ক্যানসার ফাউন্ডেশনের জন্য। যুক্তরাষ্ট্রে এই সিনেমার প্রিমিয়ার শোয়ের দিন তিনি এই শাড়ি পরে দর্শককে ফাউন্ডেশনের জন্য অর্থ দান করতে অনুরোধ করেন। তিনি একজন অসাধারণ নারী, আমাদের সবার অনুপ্রেরণা। তাঁর সেই শাড়ি আজ পরতে পেরে যারপরনাই সম্মানিত।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
ছবিতে প্রিয়া ও প্রতীক
ছবি: ইনস্টাগ্রাম থেকে