স্মিতা পাতিলের কাঞ্চিভরম শাড়ি দিয়ে প্যান্ট–স্যুট বানিয়ে পরলেন প্রতীক
বলিউডের সিনেমায় বরাবরই শক্তিশালী নারী চরিত্রের প্রতিনিধিত্ব করেছেন প্রয়াত স্মিতা পাতিল। বর্ণবাদকে গুঁড়িয়ে এই শ্যামলা বরনের নারীই মন জয় করেছেন কোটি দর্শকের। ৩১ বছর বয়সে তাঁর কোলজুড়ে আসেন প্রতীক বাব্বার। ছেলের জন্মের মাত্র ২ সপ্তাহ পর ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর মাতৃত্বজনিত জটিলতায় মারা যান স্মিতা। মৃত্যুর ৩৪ বছর পরও স্মিতা পাতিল প্রাসঙ্গিক। নতুন করে আলোচনায়।
বিশ্বখ্যাত নির্মাতা জাঁ-লুক গদার, আকিরা কুরোসাওয়া ও উইম ওয়েন্ডারদের ধ্রুপদি চলচ্চিত্রের সঙ্গে ১৯৭৬ সালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বলিউডের ‘মন্থন’ সিনেমার। সে উপলক্ষে সিনেমাটির মূল প্রিন্ট পুনরুদ্ধার করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে এই নতুন প্রিন্টই দেখানো হয়েছে। ১ জুন রাতে ভারতের মুম্বাইয়ে ‘মন্থন’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী ছিল। সেখানে বলিউড তারকা প্রতীক বাব্বার তাঁর মায়ের দুটি সিল্কের কাঞ্চিভরম শাড়ি দিয়ে তৈরি স্যুট–প্যান্ট পরে হাজির হন। এমনকি প্রতীকের প্রেমিকা, আরেক বলিউড তারকা প্রিয়া ব্যানার্জিও হাজির হন স্মিতা পাতিলের শাড়ি ও গয়নায়।