পার্টি মুডের পোশাক

নতুন বছরে সমস্ত আশঙ্কাকে দুই নম্বরে রেখে ‘টপ চার্টে’ রয়েছে পার্টি মুড। শুরুতেই বলিউডে অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার ওটিটি’–র পুরস্কার বিতরণী। এ ছাড়া বলিউড তারকারা বিভিন্ন সময় ইনস্টাগ্রামে ছবি দিয়ে জানিয়েছেন, কেমন হবে বছরের পার্টির পোশাক। সেখানে রঙের দিক থেকে এগিয়ে লাল আর কালো। চুমকির কাজ করা সোনালি, রুপালি পোশাকও কম যায় না। আছে হাই হিল আর ন্যুড মেকআপ। দেখে নেওয়া যাক পার্টি মুডে সে রকমই কয়েকজন বলিউড তারকাকে।
১ / ১০
একরঙা শাড়িতে ‘ফিল্মফেয়ার ওটিটি’ হাতে কঙ্কনা সেন শর্মা। ‘গিলি পুচি’ সিনেমায় অভিনয় করে তিনি হয়েছেন সেরা অভিনেত্রী। তাঁর চেয়ে সাদামাটা সাজে আর কেউ হাজির হননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
অ্যান্থলজি সিরিজ ‘রে’–তে অভিনয় করে সেরা সহ–অভিনেত্রী হয়েছেন রাধিকা মদন। বিশেষ এই অনুষ্ঠানে পরার জন্য তিনি বেছে নিয়েছেন বেগুনি রং
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
সামান্থা আক্কিনেনির পুরস্কারটা যেন অনুমিতই ছিল। ‘ফ্যামিলি ম্যান সিজন টু’–এর জন্য ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তোলেন তিনি। এদিন তিনি এক রঙা কালো টপস, কালো স্কার্টের সঙ্গে ওপরে চাপিয়েছেন কমলা–কালোর মিশেলে রুপালি জরির কাজের জাঁকালো একটি কোটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
চুমকির কাজের পোশাক সব পার্টি আর রেড কার্পেটেই আলাদা করে নজর কাড়বে। কালো, অ্যাশ, নীল—এই ইউরোপীয় ধাঁচের রঙের পাশাপাশি উজ্জ্বল রঙের আধিপত্যও থাকবে পাশাপাশি, সহাবস্থানে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
কালোর পাশাপাশি রাতের পার্টির দ্বিতীয় জনপ্রিয়তম রংটি হলো লাল। সে যে রেড কার্পেটই হোক না কোনো, লাল গাউন সদা প্রাসঙ্গিক, ছবিতে অনন্যা পান্ডে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
পরিণীতি চোপড়া নতুন বছরে পার্টির লুক হিসেবে ওয়ার্ডরোব থেকে তুলে নিয়েছেন কালো রঙের টপস। সঙ্গে ন্যুড মেকআপ। আর উপমহাদেশীয় প্রথা মেনে চোখে দিয়েছেন মোটা করে কাজল। গলায় সোনালি রঙের চওড়া হার পরেছেন। চুলগুলোকে রেখেছেন খোলা, তবে পরিপাটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
পার্টি মুডের জন্য মালাইকা অরোরাও বেছে নিয়েছেন চুমকির কাজ করা সোনালি পোশাক। এর সঙ্গে জুটি বেঁধেছে হাই হিল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
মিথিলা পালকার সম্প্রতি একটি ফটোশুট করিয়েছেন। সেখানে তিনি পরেছেন লাল লেহেঙ্গা। ক্যাপশনে লিখেছেন, ‘জাস্ট লিভিং মাই রয়্যাল ড্রিম।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
শিল্পা শেঠির কাছে পার্টি মানেই লাল, পার্টি মানেই চুমকির কাজ করা চকমকে পোশাক। এই ছবিটি পোস্ট করে শিল্পা লিখেছেন, ‘যখন ঝুপ করে বৃষ্টি নামবে, রংধনু খুঁজুন। যখন অন্ধকারে ছেয়ে যাবে চারপাশ, খুঁজে দেখুন কোথায় উঁকি দিচ্ছে তারা।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
দীপিকা পাড়ুকোনও উজ্জ্বল রঙের ভক্ত। পার্টি মানেই তাঁর কাছে লাল, কমলা, খয়েরি, বিভিন্ন রঙের পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে