৩ মাসে জর্ডান রাজপরিবারে আলোচিত ২ বিয়ে
১ জুন বিয়ে সারলেন জর্ডানের ভবিষ্যৎ বাদশা হুসেইন বিন আবদুল্লাহ। জমকালো সেই বিয়ের আয়োজনে বিভিন্ন দেশ থেকে গিয়েছিলেন শতাধিক অতিথি। বিশেষ করে বিভিন্ন দেশের রাজা-রানি ও রাজপরিবারের সদস্যরা।
এ রাজবাড়িতেই আরও একটি আলোঝলমলে বিয়ের আয়োজন হয়েছে গত ১২ মার্চ। সেটা ছিল রাজকন্যা ইমান বিনতে আবদুল্লাহর বিয়ে। দুটি বিয়ের অনুষ্ঠানই সে দেশের রাষ্ট্রীর টিভি প্রচার করে। যা দেখেছেন লাখ লাখ দর্শক।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও রানি রানিয়ার বড় ছেলে হুসেইন বিন আবদুল্লাহ। ২৮ বছর বয়সের এই যুবরাজ বিয়ে করেছেন সৌদি আরবের নাগরিক রাজওয়া আল সাইফকে। রাজওয়া পেশায় একজন স্থপতি।
শোনা যায়, আমেরিকায় পড়াশোনা করার সুবাদেই হুসেইনের সঙ্গে তাঁর পরিচয়। গত বছর এ দুজনের আংটি বদল হয় রাজকীয় আরেক আয়োজনের মাধ্যমে। হুসেইন-রাজওয়ার বিয়েতে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের পরবর্তী রাজা প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী (প্রিন্সেস অব ওয়েলস) কেট মিডলটন, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, বেলজিয়ামের রাজা ফিলিপ, নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার, রানি ম্যাক্সিমাসহ বিভিন্ন দেশের রাজপরিবার ও সরকারপ্রধানের পরিবার।
জর্ডানের রাজধানী আম্মানের জাহরান প্রাসাদে আয়োজন করা হয় হুসেইন বিন আবদুল্লাহ-রাজওয়াহ আল সাইফের বিয়ের অনুষ্ঠান। বিয়ের দিন বর হুসেইনের গায়ে দেখা গেছে সে দেশের সামরিক পোশাক আর কনে পরেছিলেন সাদা গাউন। সামরিক স্যুটের সঙ্গে হুসেইনের হাতে ছিল সাদা দস্তানা (বিশেষ হাতমোজা)। রাজওয়ার বিয়ের পোশাকটি তৈরি করেন বিখ্যাত লেবানিজ ডিজাইনার এলি সাব।
প্রাচীন গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রেড প্যারিসের প্লাটিনাম ও ডায়মন্ডে তৈরি কানের দুল আর টায়রা পরেছিলেন ভবিষ্যৎ রানি। বিশেষভাবে তৈরি এই টায়রায় আরবিতে খঁচিত ছিল ‘রাওয়াতুম মিন আল্লাহ’ (হোপ ফ্রম আল্লাহ)।
বাদশা দ্বিতীয় আবদুল্লাহ ও রানি রানিয়ার মেয়ে ইমানের বিয়েতেও ছিল রাজকীয় নানা আয়োজন। গত মার্চে ২৬ বছর বয়সে পছন্দের পাত্র জামেল আলেকজান্ডারকে বিয়ে করেন ইমান বিনতে আবদুল্লাহ। গ্রিক বংশোদ্ভূত জামেল পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে, ব্যবসায় প্রশাসন বিষয়ে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের ব্যবস্থাপনা অংশীদার। ইমান-জামেলের বিয়ের অনুষ্ঠানেও দেশ-বিদেশ থেকে অতিথিরা আমন্ত্রিত হয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে ইমান পরেছিলেন সাদা গাউন আর তাঁর স্বামী জামেল ছিলেন স্যুট-টাই পরা পশ্চিমা পোশাকে।