২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শেষ পর্যন্ত রাজনীতিবিদের গলাতেই মালা পরাচ্ছেন পরিণীতি

বলিউডে ফের বিয়ের গুঞ্জন। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। পাত্রের নাম রাঘব চাড্ডা। তার পর থেকেই আলোচনা, কে এই রাঘব চাড্ডা? পরিণীতির সঙ্গে পরিচয়ই–বা কীভাবে? আর কবে এক হচ্ছে দুজনের চার হাত? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সেই গল্প...

রাঘব চাড্ডা রাজনীতিবিদ। পাঞ্জাব থেকে আসা রাজ্যসভার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য
ছবি: টুইটার থেকে
১৯৮৮ সালে নয়াদিল্লিতে তাঁর জন্ম। রাজনীতিতে যোগ দেন ২০১১ সালে। সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে ‘ইন্ডিয়া অ্যাগেইনস্ট করাপশন’ আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন
ছবি: টুইটার থেকে
আন্দোলনের সময়েই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পরিচয়। ২০১২ সালে আম আদমি পার্টির (এএপি) সংগঠনের সময়কাল থেকেই রাঘব এর সক্রিয় সদস্য
ছবি: টুইটার থেকে
২০২০ সালে বিজেপি নেতা আরপি সিংকে হারিয়ে দিল্লির বিধানসভায় জায়গা করে নেন রাঘব। ২০২২ সালে দিল্লির বিধায়ক রাঘব চাড্ডাকে পাঞ্জাব রাজ্যসভার সদস্য পদের জন্য মনোনীত করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। মাত্র ৩৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে পাঞ্জাবের রাজ্যসভায় নির্বাচিত হন তিনি
ছবি: ইন্সটাগ্রাম থেকে
লন্ডন স্কুল অব ইকোনমিকসে পরিণীতি ও রাঘবের পরিচয়। দুজনই সেখানে একসঙ্গে পড়াশোনা করতেন। দীর্ঘদিনের পরিচয় ঠিক কখন প্রণয়ে পরিণত হয়েছে, সে ব্যাপারে কেউই ঠিক করে বলতে পারছেন না
ছবি: টুইটার থেকে
তবে মার্চের শুরুতে তাঁদের দুজনকে প্রথম একসঙ্গে দেখা যায়। মুম্বাইয়ের একটি হোটেলে তাঁদের একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল। এর পর থেকেই গুঞ্জন
ছবি: টুইটার থেকে
শুধু খেতে যাওয়া নয়, দিল্লিতে আসার পর পরিণীতি চোপড়াকে বিমানবন্দর থেকে রিসিভও করেন রাঘব। গুঞ্জন আছে এপ্রিলের প্রথম সপ্তাহে পরিণীতির দিল্লিতে আসার কারণ নাকি বাগ্‌দান। গোপনে দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হয়েছে
ছবি: টুইটার থেকে
প্রেমের গুঞ্জন ছড়িয়ে পরার পরপরই পরিণীতিকে দেখা গিয়েছিল ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে। বিয়ের পোশাক তৈরিতে সিদ্ধহস্ত মনীশ। গত ফেব্রুয়ারিতে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন তিনি
ছবি: ইন্সটাগ্রাম থেকে
প্রেম, বিয়ের গুজনের মধ্যেই পরিণীতির এক পুরোনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ২০২০ সালে ‘জাবারিয়া জোড়ি’ সিনেমার প্রমোশনের সময় বলেছিলেন, ‘আমি কখনোই কোনো রাজনীতিবিদকে বিয়ে করতে চাই না
ছবি: ইন্সটাগ্রাম থেকে
যদিও দুজনের কেউই এখন পর্যন্ত নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জীব অরোরা ও পরিণীতি চোপড়ার সহ–অভিনেতা সার্ডি সান্ধু ইতিমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাঁদের দুজনকে অভিনন্দন জানিয়েছেন
ছবি: ইন্সটাগ্রাম থেকে