বিদেশি ভাষা শিখবেন কোথায়?
বলা হয়, ভিন্ন একটা ভাষা শেখা মানে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে, পৃথিবীকে দেখা। শিক্ষা বা পেশাজীবনে এগিয়ে থাকার জন্যও কিন্তু আজকাল নতুন ভাষা শেখার গুরুত্ব অনেক। শিক্ষাপ্রতিষ্ঠানে, বিভিন্ন ইনস্টিটিউটে, এমনকি ঘরে বসেও আপনি নানা ভাষা শিখতে পারেন। এমনই কিছু সুযোগের খোঁজ জানাচ্ছেন জাহিদ হোসাইন খান।
বিল গেটসের জীবনের বড় আক্ষেপ কী, জানেন? ইংরেজি ছাড়া তিনি আর কোনো ভাষা জানেন না। এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা বলেছেন, ‘কোনো ভিনদেশি ভাষা জানি না, ভাবলেই আমার নিজেকে আস্ত বোকা মনে হয়।’
বৃত্তি বা চাকরি পাওয়া সহজ—শুধু এই বিবেচনায় নয়, একেবারে ব্যক্তিগত আগ্রহ থেকেও অনেকে তৃতীয় একটি ভাষা শিখতে আগ্রহী হন। সুযোগ কিন্তু আছে নানা রকম। চাইলে একটি ভাষার ওপর পুরোদস্তুর স্নাতক করতে পারেন। ডিপ্লোমা বা ছোটখাটো কোর্স করার সুযোগও আছে।
খরচ কেমন
ভাষা বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিতে গেলে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করতে হয়। পেশাদার মাস্টার্স কোর্সের খরচ বিশ্ববিদ্যালয়ভেদে একেক রকম। সার্টিফিকেট কোর্সের খরচ সাধারণত ২ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। ডিপ্লোমা করতে খরচ পড়ে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। এ ছাড়াও ভাষাদক্ষতা–সংশ্লিষ্ট কোর্সের খরচ শ্রেণিভেদে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা হতে পারে।
ভর্তির যোগ্যতা ও অন্যান্য তথ্য
উচ্চমাধ্যমিক পাস হলেই আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষার শিক্ষা কেন্দ্র থেকে সার্টিফিকেট কোর্সের জন্য আবেদন করতে পারেন। বিশেষায়িত ভাষাকেন্দ্রগুলোতেও উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যায়। বিভিন্ন ভাষাকেন্দ্রে বিভিন্ন পাঠ্যক্রম অনুসারে ভাষা শেখানো হয়। ৪ বছরের স্নাতক প্রোগ্রাম ছাড়া ৩ থেকে ১৮ মাসব্যাপী বিভিন্ন কোর্স ও সনদ গ্রহণের সুযোগ আছে।
স্নাতক ও স্নাতকোত্তরের সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন জাপানিজ স্টাডিজ (বিস্তারিত: https://djs.du.ac.bd/) বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করা যায়। এ ছাড়া মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ পড়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে এমএ ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিষয়ে মাস্টার্স করতে পারেন। কলা অনুষদের অধীনে আরবি, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু বিষয়েও স্নাতক ও স্নাতকোত্তর করা যায়। বিস্তারিত: www.du.ac.bd/departments
ডিপ্লোমার খোঁজখবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিভিন্ন ভাষার ওপর ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা করার সুযোগ আছে। আরবি, ইংরেজি, চীনা, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, ফারসি, রুশ, স্প্যানিশ, কোরিয়সহ বিভিন্ন ভাষায় ডিপ্লোমা করতে পারেন। বিস্তারিত: www.du.ac.bd/body/AcademicCalender/IML
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভাষার ওপর দুই সেমিস্টারে এক বছর মেয়াদি ডিপ্লোমা করা যায়। এই ডিপ্লোমা কোর্স সবার জন্য উন্মুক্ত। সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজে আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, রুশ ও তুর্কি ভাষায় অ্যালিমেন্টরি কোর্স, লেভেল ১ কোর্স ও ডিপ্লোমা কোর্সের সুযোগ আছে। বিস্তারিত: bup.edu.bd/faculty_home/8/message
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি, ফরাসি, আরবি, চীনা, জার্মান ও জাপানি ভাষার ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে। এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে যে কেউ আবেদন করতে পারেন। বিস্তারিত: www.sust.edu/institutes/iml/program
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে আরবি ভাষায় ডিপ্লোমা করতে পারেন। বিস্তারিত: www.iiuc.ac.bd/program/dall
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, চীনা, আরবি ও ফারসি ভাষা বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ আছে। ১ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে যে কেউ ভর্তি হতে পারেন। বিস্তারিত জানতে চোখ রাখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: cu.ac.bd।
কোর্সের খোঁজ
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে জার্মান ভাষা, চীনা ভাষা ও ফরাসি ভাষায় কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত: buft.edu.bd/center-for-international-language-and-culture
নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংলিশ ও মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগ থেকে জাপানিসহ বিভিন্ন ভাষায় সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত: northsouth.edu/academic/shss/lml.html
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ফরাসি ও কোরীয় ভাষায় কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত: ice.aiub.edu/admission
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ থেকে এমএ ইন টিইএসওএলসহ ফরাসি, স্প্যানিশ ও চীনা ভাষায় কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত: www.bracu.ac.bd/academics/institutes/brac-institute-languages/about-bil
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে কোরিয়ান ভাষা শেখার সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ের কিং সেজং ইনস্টিটিউট থেকে কোরিয়ান ভাষা শিখছেন অনেকে। প্রাথমিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কোরিয়ান ভাষা শেখা যায় এখানে। বিস্তারিত: iub.ac.bd/academics/institutes-centers-and-cells/institute/ksi
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউটের অধীন ১০টি ভাষার ওপর সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়া যায়। ৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের মাধ্যমে ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, চীনা, হিন্দি, স্প্যানিশ, রুশ, কোরীয় ভাষা শিখতে পারেন। বিস্তারিত: www.ru.ac.bd/ieol/
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, ফরাসি, জাপানি, জার্মান, চীনা, কোরিয়ান ও স্প্যানিশ ভাষা শেখা যায়। বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষাকেন্দ্র অফিসে (টিএসসি ভবন) যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন।
সবার জন্য
রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ভাষা শেখার সুযোগ আছে। ৯ মাসে ৩ সেমিস্টারে বিভক্ত ক্লাস। শিশু-কিশোরেরাও এখানে নিয়মিত ক্লাসে অংশ নেয়। বিস্তারিত: facebook.com/@RHDDHAKABD/
আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষা শিক্ষার পাশাপাশি ফরাসি সংস্কৃতি সম্পর্কে জানার নানা সুযোগ আছে। এ প্রতিষ্ঠান থেকে ফরাসি ভাষার আন্তর্জাতিক ডিপ্লোমা ডিইএলএফ, ডিএএলএফ, টিইএফসহ বিভিন্ন সনদ নিতে পারেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—যে কেউই নির্ধারিত ফির বিনিময়ে শিখতে পারবেন। ঢাকা ও চট্টগ্রামে আলিয়ঁস ফ্রঁসেজের শাখা আছে। কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার্থে বা জাতিসংঘ মিশনে দোভাষী হিসেবে কাজ করার জন্য অনেকে ফরাসি ভাষা শেখেন। বিস্তারিত: www.afdhaka.org/
গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশে জামার্ন ভাষা শেখার সুযোগ আছে। সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিতে কোর্স অফার করা হয়। বিস্তারিত: www.goethe.de/ins/bd/en/spr/kur/all.html