সিজিপিএ চারে চার বলে ভাববেন না যে সারাক্ষণ পড়াশোনাই করেছি

সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ২১তম সমাবর্তনে স্বর্ণপদক পেয়েছেন আসেফ হোসেন খান। পড়ুন তাঁর কথা

আসেফ হোসেন খান
ছবি: সংগৃহীত

স্নাতক পর্যায়ে কম্পিউটারবিজ্ঞান ও সফটওয়্যার প্রকৌশল বিষয়ে সর্বোচ্চ সিজিপিএর জন্য আমি চ্যান্সেলর পুরস্কার ও স্বর্ণপদক পেয়েছি। যেকোনো শিক্ষার্থীর জন্যই এই সম্মাননা ভীষণ আনন্দের। তবে শুধু পদকপ্রাপ্তির জন্য নয়, সমাবর্তন এমনিতেই বিশেষ কিছু। আমি আমার মা ও ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমার অর্জনের দিনে পাশে থাকতে পেরে তারা খুব খুশি। সমাবর্তনে আমি দুটি স্বর্ণপদক পেয়েছি। একটি চ্যান্সেলর পদক ও আরেকটি সুম্মা কুম লডে পদক। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আলোচিত ব্যক্তিদের বক্তব্য রাখতে দেখি। সেখানে এবারের সমাবর্তনে আমি সমাবর্তন বক্তব্য রেখেছিলাম ভ্যালিডিক্টোরিয়ান হিসেবে, এটিও আমার জন্য ভীষণ গৌরবের। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী ও জুনিয়রদের আমার বক্তব্যের ভিডিও শেয়ার করতে দেখে বেশ ভালো লেগেছে।

আমাদের সমাবর্তন আয়োজনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, ক্রিকেটার সাকিব আল হাসানসহ দেশবরেণ্য শিক্ষাবিদেরা ছিলেন। তাঁদের সঙ্গে এক মঞ্চে দাঁড়ানোর অভিজ্ঞতা আমার ভবিষ্যৎ জীবনের জন্য অনুপ্রেরণা। এই অভিজ্ঞতাকে সামনের জীবনে কাজে লাগাতে চাই।

আরও পড়ুন

ছোটবেলা থেকেই আমার কম্পিউটার ও প্রযুক্তির প্রতি বেশ আগ্রহ। সিজিপিএ চারে চার পেয়েছি বলে ভাববেন না যে আমি সারাক্ষণ পড়াশোনাই করেছি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নানা সহশিক্ষাসংশ্লিষ্ট কাজেও যুক্ত ছিলাম। ডোটা টু নামের একটি অনলাইন গেম খেলেছি নিয়মিত। ভিডিও গেমসের নানা প্রতিযোগিতাতেও আমি অংশ নিই। এ ছাড়া রোবোটিকস ও প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোর প্রতি আমার আগ্রহ আছে। যখনই সুযোগ পেয়েছি, অংশ নিয়েছি।

পড়াশোনার পাশাপাশি এসব প্রতিযোগিতায় অংশ নিতে নিতে বিশ্ববিদ্যালয়জীবনের সবচেয়ে রঙিন সময়টা পেরিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয়ে যারা ভালো ফল করে, তাদের সাধারণত শিক্ষকতার প্রতি আগ্রহ থাকে। তবে আমি একটু উল্টো পথে হাঁটতে চাই। প্রযুক্তিনির্ভর পেশায় ক্যারিয়ার গড়তে চাই।