উদ্যোক্তাদের জন্য ড্যাফোডিলের আয়োজন
‘বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান’—এই প্রতিপাদ্য নিয়ে ১৮-২৪ নভেম্বর অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ উইক (জিইএন) ২০২৪ ’। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগের আয়োজনে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ঢাকার ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার দক্ষতা বিশেষজ্ঞ গুনজন দাল্লাকটি, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, ‘বাংলাদেশ ফেডারেশন অব উইমেনস্ এন্ট্রাপ্রেনিউরস’-এর সভাপতি রুবিনা হোসেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৪-এর ন্যাশনাল হোস্ট ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন। অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রথমেই চাকরিমুখী না হয়ে বরং মানসিক জড়তা কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।
আয়োজকেরা জানান, এ বছর গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ উইক বিশ্বের ২০০টি দেশে উদ্যাপিত হয়েছে। ৪০ হাজারের বেশি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১ কোটি মানুষ এর সঙ্গে যুক্ত ছিলেন। গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্ক-বাংলাদেশ (জেন বাংলাদেশ) ৫০ টিরও বেশি অংশীদার সংস্থার সঙ্গে ৫০০টির বেশি অনুষ্ঠান আয়োজন করে।