ইউনিভার্সেল মেডিকেল কলেজের নবীনবরণ
ইউনিভার্সেল মেডিকেল কলেজের এমবিবিএস ১০ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হলো ৫ জুন, ঢাকার রাওয়া কনভেনশন সেন্টারে। কলেজের অধ্যক্ষ ডা. উত্তম কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘চিকিৎসকেরা দেশের প্রথম সারির নাগরিক। তাই নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার-ব্যবহারের দিকেও বিশেষ লক্ষ রাখতে হবে। তোমাদের মাধ্যমেই সমগ্র দেশের জনগণ মানসম্মত চিকিৎসাসেবা পাবে বলে আমার বিশ্বাস।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, বিতার্কিক ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক। বক্তারা নবীন শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।