ত্বকের সঙ্গে মানিয়ে লিপস্টিক

তিন রঙের অধরে তিনকন্যাকবীর হোসেন

মন খারাপ থাকলেই ঠোঁটে লাগান লিপস্টিক, এরপর শুরু করুন আক্রমণ করা। ডিজাইনার কোকো শ্যানেলের এই উক্তির গভীরতা অনেক। একেকজনের চিন্তায় এই কথাটি কাজও করবে একেক ভাবে। লিপস্টিক রূপচর্চার এমন একটি উপকরণ, কখনো পুরোনো হবে, হারিয়েও যাবে না। করোনাকালেও আছে বহাল তবিয়তে। মন ভালো করা, আত্মবিশ্বাস আনার মতো বড় কাজগুলো ছোট একটি লিপস্টিক ব্যবহারে চলে আসতে পারে। তবে লিপস্টিক ত্বকের রঙের সঙ্গে না মানালে সেই রং এড়িয়ে যাওয়া ভালো।

কবীর হোসেন

লিপস্টিক বলতে এক সময় লালের শেডগুলোই এগিয়ে থাকত। গায়ের রং যেমনই হোক, এই রংই ব্যবহার করা হতো। অবশ্য লাল এমন একটি রং, যা কখনোই পুরোনো হয় না। যেকোনো বয়সে, যে কেউ এ রং ব্যবহার করতে পারেন। তবে বিশেষজ্ঞ মতামত, গায়ের রঙের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের রং বেছে নেওয়া বাধ্যতামূলক। কারণ লিপস্টিকের সঠিক রং যতটা সুন্দর করে তুলবে আপনাকে, বেঠিক রং ব্যবহারে ততটাই অসুন্দর লাগবে।

রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের মতে, মেরুন, রুবি রেড প্রায় সবাইকে ভালো লাগে। যাদের গায়ের রং চাপা, তারা লালের সঙ্গে একটু কালচে কোনো রং মিশিয়ে নিলে মানাবে ভালো।

রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের মতে, মেরুন, রুবি রেড প্রায় সবাইকে ভালো লাগে। যাদের গায়ের রং চাপা, তারা যদি লালের সঙ্গে একটু কালচে কোনো রং মিশিয়ে নেয়, মানাবে ভালো। ত্বকের ওপরের রঙের ওপর নির্ভর করে লিপস্টিকের রং নির্ধারণ করা হয় না। বরং ত্বকের নিচে যে রং লুকিয়ে আছে সেটার ওপর নির্ভর করেই আন্তর্জাতিক লিপস্টিকের কালার চার্ট বানানো হয়েছে। আন্ডারটোন যদি নীলচে হয় তাহলে মেরুনের মতো গাঢ় রংগুলো মানাবে। হলদেটে টোন যাদের, তাদের জন্য চকলেট কিংবা কফি। আমাদের দেশের বেশির ভাগ মানুষের আন্ডারটোন জলপাই রঙা। কারওটা একটু উজ্জ্বল কারওবা অনুজ্জ্বল।

ত্বকের ওপরের রঙের ওপর নির্ভর করে লিপস্টিকের রং নির্ধারণ করা হয় না। বরং ত্বকের নিচে যে রং লুকিয়ে আছে সেটার ওপর নির্ভর করেই আন্তর্জাতিক লিপস্টিকের কালার চার্ট বানানো হয়েছে।

ত্বকের রং উজ্জ্বল হলে বেছে নেওয়া যায় বাঙ্গি ন্যুড টোন, রুবি রেড, প্লাম (একটু মেরুনরঙা বেগুনি), মভ (হালকা বেগুনি) রঙের লিপস্টিক। ত্বকের রং মিষ্টি শ্যামলা হলে কোরাল কমলা, হালকা গোলাপি, ন্যুড, হালকা বাঙ্গি রংগুলো মানিয়ে যাবে। চাপা রঙের সঙ্গে মিলিয়ে পাউডার গোলাপি, হালকা বেগুনি, কমলা রঙের লিপস্টিকগুলো প্রাধান্য পাবে।

কবীর হোসেন

লিপস্টিক নিয়ে ২০১০ সালে ফারজানা শাকিলের সঙ্গে একটি বিশেষ কাজ করা হয়েছিল নকশার আয়োজনে। তিনি তখন বলেছিলেন, আমাদের দেশের গায়ের রঙের ধরন হচ্ছে ওয়ার্ম টোন অর্থাৎ শিরার রং সবুজ। সে ক্ষেত্রে হালকা গোলাপি, কমলা, বাদামি, হালকা বেগুনি লিপস্টিক বেশি মানানসই।

রূপ বিশেষজ্ঞ ফারজানা শাকিল মনে করেন, বাংলাদেশের মেয়েদের ত্বকের রঙের ধরন ওয়ার্ম টোন অর্থাৎ শিরার রং সবুজ। সে ক্ষেত্রে হালকা গোলাপি, কমলা, বাদামি, হালকা বেগুনি লিপস্টিক বেশি মানানসই।

পিচ রংটি খুব মজার। সবাইকেই মানিয়ে যায়। পিচের হালকা শেডগুলো বেশি মানাবে ফরসা ত্বকে। কমলা রঙের হালকা বা চাপা শেড মানানসই চাপা রঙের ত্বকে। ত্বকের রং উজ্জ্বল হলে চলে যান হট অরেঞ্জ, নিয়ন অরেঞ্জ, উজ্জ্বল কমলার কাছে। উজ্জ্বল ত্বকে মানাবে গাঢ় ম্যাজেন্টা, শ্যামলা ত্বকে মানাবে গোলাপির হালকা শেড। বাদামি রঙের চাপা শেডগুলো চলে যাক চাপা রঙের নারীদের আয়নায়। হালকা বাদামি, বেগুনি, রংগুলো উজ্জ্বল রঙের ত্বকে মানাবে।

কবীর হোসেন

মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্ন ভালোবাসতেন লিপস্টিক। ম্যানিকিউর, অতিরিক্ত পোশাক সজ্জায়, অবসর সময়ে নিজেকে পরিপাটি করে তোলা আর লিপস্টিক লাগানো- এ কয়েকটি বিষয়কে বিশ্বাস করতেন। নারীরা ঠোঁটকাঠিকে তাঁদের পছন্দের অনুষঙ্গ হিসেবে রেখেছে সব সময়, ভবিষ্যতেও থাকবে।