ত্বক সুন্দর রাখার ৫ অভ্যাস

আপনার আশপাশে এমন মানুষ নিশ্চয়ই আছে, যাঁর সুন্দর ত্বক দেখলেই আপনার ভীষণ হিংসা হয়। মনে হয়, আপনার কেন হয় না এমন। আর তারকাদের ক্ষেত্রে তো কথাই নেই। শুধু আপনি কেন! তাঁদের ত্বকে বিমোহিত হয় না, এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। এই সুন্দর ত্বকের রহস্য কিন্তু দামি দামি স্কিনকেয়ার পণ্যে নেই। হ্যাঁ, সেগুলোর অবশ্যই ভালো ভূমিকা আছে। তবে তার চেয়েও বড় ভূমিকা আছে অভ্যাসের। জিজ্ঞেস করলে দেখবেন, তাঁরা ত্বকের সুরক্ষায় নিয়মিত কিছু কাজ করেন। একেবারে উপাসনার মতো করে। জেনে নিন তেমনই পাঁচ অভ্যাসের কথা।

প্রচুর পানি পান করুন

ত্বক ভালো রাখতে শরীর হাইড্রেটেড রাখার বিকল্প নেই
ছবি: পেক্সেলস

ত্বক ভালো রাখতে শরীর হাইড্রেটেড রাখার বিকল্প নেই। সে জন্য ত্বকে ময়েশ্চারাইজার মাখা যেমন জরুরি, তার চেয়েও জরুরি বেশি বেশি পানি পান। কারণ, ত্বক আপনার শরীর থেকে আলাদা নয়। শরীর ভালো না থাকলে তার প্রভাব ত্বকেও পড়বে। প্রচুর পানি পানে আরও একটি সুবিধা পাওয়া যায়। ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায়। ফলে ত্বকে আসে উজ্জ্বল ভাব।

ব্যবহার করুন প্রাকৃতিক স্কিনকেয়ার প্রোডাক্ট

কৃত্রিম পণ্যগুলোর তুলনায় প্রাকৃতিক স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বকের জন্য অধিক নিরাপদ
ছবি: পেক্সেলস

গবেষণাতেও দেখা গেছে, কৃত্রিম পণ্যগুলোর তুলনায় প্রাকৃতিক স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বকের জন্য অধিক নিরাপদ। এগুলো আপনার ত্বকের গভীর থেকে কাজ করে। পার্শ্বপ্রতিক্রিয়াও হয় কম। তবে আপনি কোন ধরনের স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন, নির্ভর করে আপনার ত্বকের প্রকৃতির ওপর। সবচেয়ে ভালো হয় বিশেষজ্ঞের পরামর্শ নিলে।

ঘুমানোর আগে মেকআপ মুছে ফেলুন

যত রাতই হোক আর যত ক্লান্তই থাকুন, ঘুমানোর আগে মেকআপ মুছে নিন
ছবি: পেক্সেলস

এখন জীবন অনেক ব্যস্ত হয়ে পড়েছে। সারা দিন নানা কাজে ছোটাছুটি করতে হয়। ফিরতে ফিরতে প্রায়ই রাত হয়ে যায়। ক্লান্ত দেহে আর কিছুই করতে ইচ্ছা করে না। অনেকে এমনকি মেকআপ না তুলেই শুয়ে পড়ে। ত্বক ভালো রাখতে হলে এই বদঅভ্যাস বদলাতেই হবে। যত রাতই হোক আর যত ক্লান্তই থাকুন, ঘুমানোর আগে মেকআপ মুছে নিন।

ত্বক চর্চা করুন প্রতি রাতে

ত্বক চর্চার জন্য সেরা সময় রাতের বেলা
ছবি: পেক্সেলস

ত্বক চর্চার জন্য সেরা সময় রাতের বেলা। কারণ দুটি; প্রথমত, এ সময় ত্বকে রক্ত চলাচল বেশি হয়। মানে অক্সিজেনের জোগান সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয়ত, রাতে আপনার ত্বকে ময়লা, সূর্যের আলো বা অন্য কিছু পড়ে না। তাই প্রতি রাতে নিয়ম করে ত্বকের যত নিন। সে জন্য সবার আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। তারপর আপনার ত্বকের প্রকৃতি অনুযায়ী সেরাম বা প্যাক দিন।

স্বাস্থ্যকর জীবন যাপন করুন

নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম
ছবি: পেক্সেলস

স্বাস্থ্যকর জীবনের মূল বিষয় তিনটি। ভালো খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম। প্রথম দুটি সরাসরি আপনার শরীরের সঙ্গে যুক্ত। কিছু খাবার সরাসরি আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করে। যেমন কমলা বা টমেটো। অস্বাস্থ্যকর খাবার ও পানীয় যথাসম্ভব এড়িয়ে চলুন। সেই সঙ্গে নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম। কারণ, সেই সময়ই আপনার ত্বক তার সারা দিনের ক্ষতি সারিয়ে তোলে।

তথ্যসূত্র: দ্য ইন্ডি আর্থ