আটচল্লিশেও অপরূপ কাজল, কী তার রহস্য?

কাজল অভিনয় শুরু করেছিলেন ১৯৯২ সালে। ‘বেখুদি’ দিয়ে। পরের বছরই ‘বাজিগর’ দিয়ে বাজিমাত করেন। এরপর কেবলই এগিয়ে গেছেন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’–এর সিমরান আর ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর অঞ্জলি চরিত্র দুটির কথা কখনো ভুলতে পারবে না সে প্রজন্মের দর্শক। এখন তাঁর বয়স ৪৮। কিন্তু দেখে বোঝার উপায় নেই। ত্বকে একটুও পড়েনি বয়সের ছাপ। সৌন্দর্যে রীতিমতো পাল্লা দিতে পারেন নতুন নায়িকাদের সঙ্গেও। ছবিতে ছবিতে জেনে নিন কাজলের সুন্দর ত্বক ধরে রাখার রহস্য।

১.

প্রতি রাতে ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে নেন কাজল। সুন্দর ত্বক ধরে রাখতে এটা ভীষণ গুরুত্বপূর্ণ
ছবি : সংগৃহীত

২.

ত্বকের উজ্জ্বলতার অন্যতম কারণ হাইড্রেটেড থাকা। সে জন্য কাজল প্রতিদিন ফল খান। আর কিছুক্ষণ পরপর পানি পান করেন
ছবি : সংগৃহীত

৩.

সাধারণত চিকিৎসকেরা এক-দেড় লিটার পানি পানের কথা বলেন। সচেতন মানুষ পান করেন তিন-চার লিটার। কিন্তু কাজল পান করেন আট লিটার! এই অভ্যাস তাঁকে সাহায্য করে সৌন্দর্য ধরে রাখতে
ছবি : সংগৃহীত

৪.

পরিমিত ও পুষ্টিকর খাবার তো বটেই, কাজল মনোযোগ দেন খাবারের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিও
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৫.

সতেজ থাকার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। কারণ, ঘুমের সময় আপনার শরীর বিশ্রামের সুযোগে নিজেকে সারিয়ে তোলে। অনেকেই এটা এড়িয়ে গেলেও কাজল স্বীকার করেন অকপটে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৬.

চল্লিশেও চালশে না হতে চাইলে অবশ্যই আপনাকে রূপচর্চার কোনো একটা রুটিন পুরোপুরি মেনে চলতে হবে। এই বয়সেও তাতে কোনো ছাড় দেন না কাজল
ছবি: ইনস্টাগ্রাম থেকে