মীরা রাজপুতের থেকে শিখুন চুলের যত্ন

মীরা রাজপুত। ২০১৫ সালে শহীদ কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। পেশায় মীরা একজন ইউটিউবার। স্বাস্থ্য ও ফ্যাশন সচেতন হিসেবে বেশ পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে স্বামীর পাশাপাশি তাঁর সাজপোশাক নিয়েও মানুষের কম আগ্রহ থাকে না। নজর কাড়ে তাঁর দিঘল চুল। জেনে নিন তাঁর উজ্জ্বল ঘন চুলের রহস্য।

মীরা সব সময় ভারসাম্যপূর্ণ খাবার বেছে নেন, যার প্রভাব পড়ে তাঁর সুন্দর চুলেও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
  • চুল উজ্জ্বল ও ঘন রাখতে নিয়ম মেনে যত্ন নেন মীরা।

  • চুল ধোয়ার আগে মাথায় তেল দেন। একদম চুলের গোড়া পর্যন্ত। রেখে দেন দুই-তিন ঘণ্টা। এতে মাথার ত্বকে পুষ্টি পৌঁছায়।

  • নিয়মিত করেন ডিপ কন্ডিশনিং। এটা চুলকে রাখে হাইড্রেটেড। সেই সঙ্গে চুলে জোগায় পর্যাপ্ত পুষ্টি।

চুলে ব্যবহারের জন্য মীরা নিজেই বানান বিশেষ তেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
  • চুলে ব্যবহারের জন্য মীরা নিজেই বানান বিশেষ তেল। নারকেল তেলের সঙ্গে জবা ফুলের পেস্ট দিয়ে। সঙ্গে আরও থাকে নিম, আমলার গুঁড়ো, সজনে ও মেথি।

  • মসৃণতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ব্যবহার করেন হেয়ার মাস্ক। এ ক্ষেত্রে তাঁর পছন্দ ভেষজ উপাদানসমৃদ্ধ মাস্ক।

  • বাইরে গেলে, বিশেষ করে শুটে যাওয়ার আগে ব্যবহার করেন হিট প্রোটেকশন স্প্রে। চুলকে কড়া রোদ ও গরমের হাত থেকে সুরক্ষিত রাখতে।

মীরা চুলের মসৃণতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ব্যবহার করেন হেয়ার মাস্ক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
  • চুলের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে আপনার খাদ্যাভ্যাসেরও। মীরা সব সময় ভারসাম্যপূর্ণ খাবার বেছে নেন। যার প্রভাব পড়ে তাঁর সুন্দর চুলেও।

  • মীরার মতো নিয়মিত চুলের যত্ন নিয়ে আপনিও হতে পারেন উজ্জ্বল ঘন দিঘল চুলের অধিকারী।


তথ্যসূত্র: জাগরণ ইংলিশ