ঈদের আগে কোন ধরনের ফেসিয়াল করালে সেরা ফল পাবেন

ঈদের আগে বিউটি পারলার ও সেলুনে নেওয়া হয় নানা ধরনের সেবা। ফেসিয়াল তো করানো হয়ই। এই ফেসিয়ালও হয় নানান ধরনের। তবে কেবল নামে আকৃষ্ট হয়ে যেকোনো একটি ফেসিয়াল বেছে নিলেই যে আপনি সেরা ফল পাবেন, তা নয়। বরং ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে সঠিক ফেসিয়াল বেছে নেওয়া জরুরি।

ত্বকের ধরন বুঝে ফেসিয়াল করতে হবে
ছবি: প্রথম আলো

ধরা যাক, আপনার ত্বক শুষ্ক প্রকৃতির। এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন ফেসিয়াল বেছে নিতে হবে, যা আপনার ত্বকে আর্দ্রতা দেবে। বুঝতেই পারছেন, তৈলাক্ত ত্বকের জন্য আলাদা ফেসিয়াল প্রয়োজন। এ ক্ষেত্রে এমন ফেসিয়াল বেছে নিতে হবে, যা তৈলাক্ততা নিয়ন্ত্রণে রাখবে। মিশ্র ত্বকে আবার যেকোনো ধরনের ফেসিয়ালই কার্যকর। এ তো গেল ত্বকের ধরনের ব্যাপারস্যাপার। কিন্তু কারও কারও ত্বকে কিছু সমস্যাও থাকতে পারে। কারও থাকতে পারে ব্রণ, কারও–বা মেছতা। ত্বকের সমস্যার ওপরেও নির্ভর করে প্রয়োজনীয় ফেসিয়ালের ধরন। এমনটাই জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন

বিউটি পারলার বা সেলুনগুলোতে প্রায় একই ধরনের ফেসিয়ালের আলাদা আলাদা নাম দেওয়া হয়। উপকরণের কিছু তারতম্য অবশ্যই থাকে। সেবা নেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন, কোন উপকরণ বা পদ্ধতিটি আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ঈদের আগে ফেসিয়াল তো আপনি নিশ্চয়ই করাবেন। তাতে উপকারও মিলবে। তবে ৮-১০ রমজানের দিকে যদি আরও একটি ফেসিয়াল করিয়ে নিয়ে থাকেন, তাহলে এই দুইয়ের প্রভাবে ঈদের সময়টায় ত্বক হয়ে উঠবে দারুণ সুন্দর।

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসিয়াল প্যাক ব্যবহার করতে পারেন
ছবি: প্রথম আলো

ফেসিয়ালের মাধ্যমে আপনার ত্বকে জমা হওয়া ময়লা দূর হবে সহজেই। লোমকূপ বন্ধ হয়ে গিয়ে থাকলে তা খুলে যাবে। ত্বকে রক্তসঞ্চালন বাড়বে। নির্দিষ্ট কিছু উপাদান দিয়ে প্যাক বা মাস্ক প্রয়োগ করা হয় বলে সেটির উপকারও পাবেন ফেসিয়াল করালে। কোন ফেসিয়াল কোন ধরনের ত্বকের জন্য ভালো, সে সম্পর্কে জানালেন লুসেরো বাই ইশরাত-এর স্বত্বাধিকারী ইশরাতুল শোভা

আরও পড়ুন

হারবাল ফেসিয়াল
সব ধরনের ত্বকের জন্যই হারবাল ফেসিয়াল ভালো। বয়স ১৮ পেরিয়েছে, এমন যে কেউই এই ফেসিয়াল করাতে পারেন, যদি ত্বকে কোনো রাসায়নিক উপাদান প্রয়োগ করে না থাকেন। বিভিন্ন রকম উপকরণ যোগ করে হারবাল ফেসিয়ালের ধরনে আনা হয় বৈচিত্র্য।
কিউকাম্বার ফেসিয়াল
শসা ব্যবহার করে যে ফেসিয়াল করা হয়, তা তৈলাক্ত ত্বকের জন্য দারুণ। এতে ত্বক ঠান্ডাও হয়। তাই চৈত্রদিনের আবহাওয়ায় আরাম পাবেন।

সব ধরনের ত্বকের জন্যই হারবাল ফেসিয়াল ভালো
ছবি: প্রথম আলো

মিল্ক ফেসিয়াল
শুষ্ক ত্বকের জন্য মিল্ক ফেসিয়াল উপকারী। এই ফেসিয়াল ত্বকে আর্দ্রতা জোগায়। ত্বককে করে তোলে কোমল ও মসৃণ।
ফ্রুট ফেসিয়াল
যাঁদের ত্বক সংবেদনশীল এবং ত্বকে ব্রণ বেশি হয়, তাঁরা ফ্রুট ফেসিয়াল করাতে পারেন। ত্বক সুরক্ষিত থাকবে।

ডিপ ক্লিনজিং ফেসিয়াল
ত্বককে গভীর থেকে পরিষ্কার করে বলে এই ফেসিয়াল তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী। যাঁদের ত্বকে ব্রণ বেশি হয়, তাঁরাও এই ফেসিয়াল করাতে পারেন। গভীর থেকে পরিষ্কার হয়ে যাওয়া ত্বকে ব্রণ কম হবে।

ত্বকের যত্নে হাইড্রাফেসিয়াল এখন বেশ জনপ্রিয়
মডেল: তমা, কৃতজ্ঞতা : পিয়া বিউটি অ্যাসেনসিয়াল ছবি : কবির হোসেন

হাইড্রাফেসিয়াল
হাইড্রাফেসিয়াল করাতে পারেন সবাই। তবে শুষ্ক ত্বকের জন্য এটি বেশি উপকারী। কারণ, এটি ত্বককে আর্দ্র করে তোলে। প্রযুক্তির সহায়তায় মুখের ত্বক থেকে ময়লা বের করে ফেলা হয় হাইড্রাফেসিয়ালে। আলোকরশ্মির সহায়তা নেওয়ার ফলে ব্রণের সমস্যাতেও উপকার মেলে। এ ছাড়া ত্বকের ধরন বুঝে সিরাম ব্যবহার করা হয়।
ভিটামিন সি বা অরেঞ্জ ফেসিয়াল
যাঁদের ত্বকে অন্য কোনো সমস্যা নেই, তাঁরা ভিটামিন সি বা অরেঞ্জ ফেসিয়াল করাতে পারেন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এ ধরনের ফেসিয়াল কাজে দেব

আরও পড়ুন