দীপিকার রূপের রহস্য

বলিউড তারকা পরিচয় ছাপিয়ে নিজেকে করে তুলেছেন এক বৈশ্বিক ফ্যাশন আইকন। গত দুই বছরে ভারতের যে তারকার সঙ্গে বিশ্বের বড় বড় ফ্যাশন আর বিউটি ব্র্যান্ডগুলো যুক্ত হয়েছে, তিনি আর কেউ নন, দীপিকা পাড়ুকোন। কান চলচ্চিত্র উৎসব, মেট গালাসহ বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন উৎসবগুলোর লালগালিচায় পা রাখাকে নিয়মিত ঘটনায় পরিণত করেছেন তিনি। জেনে নেওয়া যাক দীপিকার রূপরুটিন।

বলিউড তারকা পরিচয় ছাপিয়ে দীপিকা নিজেকে এক বৈশ্বিক ফ্যাশন আইকন হিসেবে দাঁড় করিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মেকআপে বিশ্বাসী নন দীপিকা। তাঁর মতে, সৌন্দর্যের ধারণা বাহ্যিক চেহারার চেয়ে মন, চিন্তা আর জীবনযাপনের পদ্ধতির ওপর অধিক নির্ভরশীল। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় সাহসী দীপিকা দেখা দিয়েছেন নো মেকআপ লুকে। ‘গেহরাইয়া’ সিনেমায় দীপিকার লুক নতুন করে তাঁকে আবেদনময়ী হিসেবে পরিচিত করাচ্ছে। অথচ এসবের পেছনে মেকআপের ভূমিকা সামান্যই।

মেকআপে বিশ্বাসী নন দীপিকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

দীপিকা আট ঘণ্টা ঘুমে বিশ্বাসী। শুটিংয়ের চাপে ঘুমের ব্যাঘাত ঘটলে ছুটি পেলেই তা পুষিয়ে নেন দীপিকা। ঘুমানোর আগে মেকআপ তুলে ক্লিনজিং আর টোনিং শেষে ময়েশ্চারাইজার লাগাতে ভোলেন না। নিয়ম করে ১০ গ্লাস পানি খান। সকালে উঠে খান লেবুপানি। ব্যায়াম আর হালকা নাশতা সেরে খান গ্রিন টি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে শরীরকে হাইড্রেড রাখতে খান ডাবের পানি, ফলের জুস, স্মুদি। রাতের খাবার হিসেবে সন্ধ্যায় খান এক বাটি স্যুপ।

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত যোগব্যায়াম করেন দীপিকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত যোগব্যায়াম করেন দীপিকা। দীপিকার মতে, যোগব্যায়ামের ফলে ত্বকে প্রাকৃতিকভাবে যে আভা পাওয়া যায়, কোনো পণ্য তা এনে দিতে পারে না। এ ছাড়া মুখের শেপ ঠিক রাখার জন্য নিয়মিত মুখের যোগব্যায়াম করেন তিনি। ভালো সিরাম, নাইটক্রিম আর চোখের ক্রিম ব্যবহার করেন। তাতে ত্বকে পুষ্টির অভাব হয় না। ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে ও ত্বকে ব্যবহৃত পণ্যগুলো যাতে ভালোভাবে কাজ করতে পারে, এ জন্য রোলার ও ফেস টুল ব্যবহার করেন।

দীপিকার মতে, যোগব্যায়ামের ফলে ত্বকে প্রাকৃতিকভাবে যে আভা পাওয়া যায়, কোনো পণ্য তা এনে দিতে পারে না
ছবি: ইনস্টাগ্রাম থেকে