যে গ্রামে কোনো পুরুষ নেই
উত্তর–পূর্ব সিরিয়ার ছোট্ট গ্রাম জিনওয়ার। এই গ্রামে শুধু নারীরাই থাকেন। নারীর প্রতি সহিংসতার অবসান দিবস উপলক্ষে ২০১৮ সালের ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গ্রামটির উদ্বোধন করা হয়েছিল। কেউ পারিবারিক সহিংসতার শিকার হয়ে, কেউ যুদ্ধে পরিবার হারিয়ে, কেউবা নারীদের গ্রামে থাকতে চান বলেই স্বেচ্ছায় এই গ্রামে এসে থাকা শুরু করেছেন। জিনওয়ারকে বলা হচ্ছে ‘ইকো ভিলেজ’। কারণ, এ গ্রামের ঘরবাড়ি সবই পুরোনো ঐতিহ্য মেনে কাদামাটি দিয়ে হাতে গড়া। এখানে স্কুল, কৃষিকাজ, স্বাস্থ্যসেবা কেন্দ্র সব নারীরাই পরিচালনা করেন। সম্প্রতি গ্রামটির কিছু ছবি প্রকাশ করেছে রয়টার্স। চলুন ছবিতে দেখে নেওয়া যাক নারীদের এক গ্রাম।