শুটিং শেষে মনে পড়ল ঈদে তো কিছু কিনলাম না
সাফা কবিরের কাছে একসময় ঈদ মানেই ছিল কাজিনদের সঙ্গে ছুটে চলা। ঈদ এলেই ম্যাচিং করে পোশাক কিনতেন। ম্যাচিং পোশাকে ঘুরতে যেতেন তাঁরা। এ নিয়ে এই অভিনেত্রীর উত্তেজনার শেষ ছিল না। সকাল–বিকেল–রাত; কখন কোন রঙের কোন পোশাক পরবেন, ভাগ করে নিতেন।
পোশাক নিয়ে সেই আনন্দ অভিনয়ে আসার পর অনেকটাই উবে গেছে। সাফা বলেন, ‘অভিনয় শুরুর পর এখন আর ঈদের পোশাক বলে কিছু নেই। সব হয়ে গেছে কস্টিউম। এখন আর ড্রেস বলি না। এত পোশাক কেনা হয় যে আলাদা করে আর কেনা হয় না।
শুটিং নিয়েই ব্যস্ত থাকা হয়। ২০১৮ সাল থেকে এটা ঘটছে। সেবার শুটিং শেষে বাড়ি গিয়ে হঠাৎ মনে পড়ে, এবার তো ঈদের কিছু কিনলাম না। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে ঈদে কিছু কিনতে হবে। কারণ, মা-বাবা ও অন্যরা উপহার দেয় কিন্তু নিজে পছন্দ করে কেনাটা মিস করি। তারপর ঈদ এলে সেই দিনের কথাই মনে পড়ে। ঈদের পোশাকের কথা মনে পড়ে।’