সালমান খানের প্রাইভেট জেট, গাড়িসহ বিলাসবহুল আর কী কী আছে
সালমান খানকে আপনি ঘৃণা করতে পারেন, ভালোও বাসতে পারেন, তবে তাঁকে অগ্রাহ্য করা কঠিন। বলিউডে তিনি যেমন ভালো শত্রু, তেমনই ভালো বন্ধু। কোনো একটা ছোট ঘটনা থেকে সৃষ্টি হওয়া শত্রুতা তিনি যুগ ধরে মনে রাখেন, আবার তারকাদের দুঃসময়ে সবার আগে যিনি ছুটে যান, তিনি আর কেউ নন, এই সালমান খান। সালমান খানের ভক্তমাত্রই জানেন, তিনি সাধারণ জীবনযাপনে আগ্রহী। তবে তাঁর এমন কিছু বিলাসবহুল দামি জিনিস আছে, যেগুলো সম্বন্ধে অনেকেই জানেন না।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের জুলাইয়ে বলিউডের এই ভাইজানের মোট সম্পদ ৩ হাজার ৭০০ কোটি টাকা (২ হাজার ৮৫০ কোটি রুপি) ছাড়িয়েছে। প্রতি মাসে তিনি আয় করেন ১৬ কোটি টাকা, বছরে ২২০ কোটি টাকা। বলিউড তারকাদের মধ্যে সেরা করদাতার তালিকায় প্রতিবছর উঠে আসে সালমান খানের নাম। ‘টাইগার থ্রি’–খ্যাত এই তারকার বিলাসবহুল কী কী আছে, দেখে নেওয়া যাক একনজরে।
১. দামি গাড়ির সংগ্রহ
সালমান খানের সংগ্রহে যে বিলাসবহুল গাড়িগুলো আছে, তার ভেতরে মার্সিডিজ–বেঞ্জ জিএল ক্লাস, মার্সিডিজ–বেঞ্জ এস–ক্লাস, অডি আরএস সেভেন, রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ এক্স সিক্স, লেক্সাস এলএক্স ফোর সেভেনটি, টয়োটা ল্যান্ড ক্রুজার, অডি কিউ সেভেন, বিএমডব্লিউ এম থ্রি ইত্যাদি। এগুলো সালমানের গাড়ির সংগ্রহের কয়েকটিমাত্র! তিনি প্রায়ই নতুন নতুন গাড়ি কেনেন।
২. বান্দ্রার সাগরমুখী ফ্ল্যাট
সালমান খান ৪০ বছর ধরে ভারতের মুম্বাইয়ের বান্দ্রার সাগরমুখী একটা অ্যাপার্টমেন্টে থাকেন, যার নাম গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। প্রতিদিনই সালমানভক্ত পর্যটকেরা এই বাড়ির সামনে ভিড় করেন, প্রিয় তারকাকে একনজর দেখার আশায়, তাঁর সঙ্গে নিজেকে ফ্রেমবন্ধী করে একটা সেলফি তোলার আশায়। ৮ ফ্লোরের এই অ্যাপার্টমেন্টের দাম প্রায় ১৫০ কোটি।
৩. বিয়িং হিউম্যান
সালমান খান কেবল অভিনেতাই নন, একাধারে প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। তাঁর মানবিক কাজের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানের নাম ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’। এটি ভারতের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষা আর স্বাস্থ্যসেবা দেওয়ার কাজে নিয়োজিত থাকে। এই অলাভজনক প্রতিষ্ঠানটি মূলত বিত্তবানদের দানের ওপর দাঁড়িয়ে থাকলেও এর নানা ধরনের ব্যবসা আছে। এই প্রতিষ্ঠানের মূল্য প্রায় ৩০০ কোটি টাকা।
৪. বিচ হাউজ
একেবারে সমুদ্রের কোল ঘেষে সালমান খানের একটা বাড়ি আছে। সেখানে জিম, বিশাল সুইমিংপুল, থিয়েটার ও বাইক পার্কিয়ের সুন্দর একটি জায়গা আছে। ৫১তম জন্মদিনে নিজেকেই তিনি উপহার দিয়েছিলেন ১৩২ কোটির (১০০ কোটি রুপি) এই বাড়ি।
৫. ব্যক্তিগত জেট
সালমানের আধুনিক, উন্নত প্রযুক্তিসমৃদ্ধ জেট আছে। সেটাতে চেপে তিনি ফ্যামিলি হলিডেতে যান। এ ছাড়া ব্যক্তিগত ট্রিপেও তিনি এই জেট ব্যবহার করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস