বিশ্বকাপে প্রজ্ঞানন্দ হারলেও জিতে গেছেন তাঁর মা
বিশ্বকাপ দাবার ফাইনালে নরওয়ের ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেছেন ভারতের মহেশবাবু প্রজ্ঞানন্দ। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি ফাইনালের পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আজ টাইব্রেকারের খেলায় প্রজ্ঞানন্দ হয়েছেন রানারআপ। তবে তার আগেই তারকা বনে গেছেন ভারতের ১৮ বছরের এই তরুণ। দাবার এই আসরে প্রজ্ঞানন্দের পাশাপাশি আরেক ভারতীয় নারী জিতে নিয়েছেন নেটিজেনদের হৃদয়, তিনি প্রজ্ঞানন্দের মা আর নাগালক্ষ্মী। কয়েক দিন ধরেই অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে নাগালক্ষ্মীর বেশ কিছু ছবি। ছেলে সাক্ষাৎকার দিচ্ছেন আর অদূরে গর্ব ভরা মুখে দাঁড়িয়ে আছেন মা। এই ছবি ছাড়া দাবার বিভিন্ন পর্বেও ছেলের মঞ্চ আলো করা মুহূর্তগুলো নীরবে দূরে দাঁড়িয়ে দেখছেন মা। সরল চাহনির সেসব ছবি কয়েক দিন ধরে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ঘুরছে। চলুন ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক মা–ছেলের বেশ কিছু তথ্য।