মেসির জন্যই স্প্যানিশ ভাষা শিখেছি
যে দলের সমর্থকই হন না কেন, লিওনেল মেসির খেলা ফুটবল-ভক্তমাত্রকেই মুগ্ধ করে। কিংবদন্তিতুল্য এই ফুটবলারের বিশ্বকাপ শেষ হচ্ছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। শিরোপা শেষ পর্যন্ত যাঁর হাতেই উঠুক, জাদুকরি কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাঁকে টুপিখোলা অভিবাদন জানানোই যায়। তাই মেসির কাছে খোলা চিঠি আহ্বান করেছিলাম আমরা। এখানে পড়ুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জারিন তাসনিমের লেখা।
আমার প্রথম ফুটবল খেলা দেখা শুরু হয় ২০১০ সালের বিশ্বকাপ থেকে। অত কিছু না বুঝলেও, আর্জেন্টিনার নীল-সাদা জার্সি খুব আকর্ষণ করত। তখন থেকে একটু একটু করে প্রিয় দলের খেলোয়াড়দের চিনতে শিখি। প্রথম যে নামটা শুনি, সেটা মেসি—লিওনেল মেসি। এই ১২ বছরে একবারের জন্যও মনে হয়নি আর্জেন্টিনার বিকল্প হিসেবে অন্য কোনো দলকে সমর্থন করব। কারণ, দলে মেসি আছেন।
মেসি, আপনি যখন স্পেনের বার্সেলোনা ক্লাবের হয়ে খেলা শুরু করলেন, এর বেশ কয়েক বছর পর, তখন আমি বেশ ভালো ফুটবল বুঝতে শুরু করেছি, রাত জেগে প্রচুর খেলা দেখি; একটা পর্যায়ে মনে হলো প্রিয় খেলোয়াড়ের সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি। ভাবলাম, মেসির যেহেতু বাংলাদেশে আসার সম্ভাবনা ক্ষীণ, আমি নিজেই চলে যাব স্পেনে। মেসির সঙ্গে দেখা করব। দেখা হলে অবশ্যই কথা হবে। কিন্তু ও কি আমার ভাষা বুঝবে? স্প্যানিশ ভাষা শিখলে ব্যাপারটার সমাধান হয়ে যায়। যেই ভাবা সেই কাজ। নিজের নতুন ভাষা শেখার আগ্রহ, আর প্রিয় খেলোয়াড়ের সম্মানে শেখা শুরু করলাম এস্পানিওল।
এ কথা সত্যি, মেসির সঙ্গে কথা বলার প্রবল ইচ্ছাই আমায় নতুন ভাষা শেখার প্রতি আরও আগ্রহী করেছে। যেটা ব্যক্তিগতভাবেও আমার উপকারে এসেছে। এখন ব্যাপারগুলো আমার কাছে মোটেও ছেলেমানুষি নয়। কেননা আমি এখনো প্রবলভাবে বিশ্বাস করি, আপনার সঙ্গে আমার অবশ্যই দেখা হবে।