এই ১২ নিয়ম নারী-পুরুষ সবার জন্য
নতুন বছরে এই নিয়মগুলো মেনে চলতেই পারেন। তাতে জীবন সহজ হবে। ভুল–বোঝাবুঝি কমবে। জীবনের অনেক অযথা জটিলতা পরিহার করা যাবে। তবে সব নিয়মই যে আপনার জন্য প্রযোজ্য, এমন নয়। পরিস্থিতিই অনেক সময় প্রয়োজন জানান দেয়। তবে এই বিষয়গুলো জেনে রাখুন।
১. সম্পর্কে থাকা অবস্থায় যে আপনার সঙ্গে প্রতারণা করেছে, তার কাছে ফিরবেন না; বরং একা থাকুন!
২. আত্মমর্যাদা নিয়ে চলুন। কাউকে অসম্মান করবেন না। নিজেকেও নয়। নিজেকেও অসম্মানিত হতে দেবেন না।
৩. কখনো বসে ‘হ্যান্ডশেক’ করবেন না। উঠে দাঁড়ান। এবার হাত বাড়িয়ে দিন।
৪. অন্যের মন রক্ষা করতে গিয়ে নিজের মন ভাঙবেন না।
৫. ইতিবাচক চিন্তা আপনাকে ইতিবাচকতার দিকে নিয়ে যাবে। নেতিবাচকতা আপনাকে নেতিবাচকতার দুষ্টচক্রে আটকে ফেলবে। ইতিবাচকতার চর্চা করুন।
৬. লক্ষ্য রাখুন উঁচু। যেটা হয়ে গেছে, গেছে। সামনের দিকে তাকান। পেছনের কোনো কিছু যেন আপনাকে আটকে না রাখে, নিশ্চিত করুন।
৭. কেউ কিছু জিজ্ঞাসা করার পর এক থেকে তিন সেকেন্ড সময় নিন। তারপর উত্তর দিন।
৮. সম্পর্কে দয়া ভিক্ষা চাইবেন না। দয়া করে সম্পর্ক হয় না। সম্পর্ক হয় সম্মানে, বিশ্বাসে, পারস্পরিক নির্ভরশীলতায়।
৯. যেখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়নি, সেখানে যেচে দাওয়াত চাইতে যাবেন না, সেখানে যাবেন না।
১০. সব সময় কাছে কিছু ক্যাশ টাকা রাখবেন।
১০. যেখানেই যান না কেন, সুন্দর পোশাকে পরিপাটি হয়ে যান।
১১. কারও সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন।
১২. যে খাবার আপনি কেনেননি, সেটার শেষ টুকরা খাবেন না।
সূত্র: গ্রোথ মাইন্ডসেট টিপস