জরায়ু ফেলে দেওয়ার ৪ বছর পর আবার কেন পোস্ট করলেন অনুষ্কা

অনুষ্কা শঙ্কর এ মুহূর্তে দুই ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অনুষ্কা শঙ্কর এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন। ঘুরে বেড়ানোর এক ফাঁকে সম্প্রতি একটি স্বীকারোক্তি করে আলোচনায় আসেন বিশ্বখ্যাত এই সেতারবাদক ও সুরকার।

অনুষ্কা শঙ্করের প্রথম মায়োমেকটমি অপারেশন হয় এখন থেকে ১৫ বছর আগে, ২০০৮ সালে। তারপর সংগত কারণেই তাঁর দুই পুত্রসন্তান হয় সি-সেকশন সার্জারিতে। হিস্টেরেকটমির কারণে চতুর্থ অ্যাবডোমিনাল সার্জারিতে অনুষ্কার জরায়ু ফেলে দেওয়া হয় ২০১৯ সালে। সেই অপারেশনও হয়েছিল দুটি ধাপে। মায়োমেকটমি ও হিস্টেরেকটমির মতো জরায়ুজনিত এই সমস্যাগুলোতে নারীরা প্রায়ই আক্রান্ত হন। বাংলাদেশের নারীদের ভেতরেও এই অসুখগুলো বেড়েই চলেছে। সঠিক সময়ে চিকিৎসা বা অপারেশন করা না হলে জরায়ু ক্যান্সার হয়ে মারণঘাতীও হতে পারে।

প্রথম ধাপের অপারেশনটা করেন গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট। বড় বড় ফাইব্রয়েডস বা একধরনের টিউমারের কারণে তাঁর জরায়ু ফেলে দেওয়া হয়। এই টিউমারগুলোর কারণে অনুষ্কার পেট দেখলে মনে হতো, ছয় মাসের গর্ভবতী। দ্বিতীয় ধাপে একজন সার্জন তাঁর পেট থেকে আরও বেশ কয়েকটি টিউমার বের করেন। সব মিলিয়ে অনুষ্কার পেটে ১৩টি টিউমার ছিল। এগুলোর ভেতর একটি টিউমার বেশ খানিকটা বড় হয়ে গিয়েছিল।

অনুষ্কা শঙ্কর
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সেই ঘটনার কথা মনে করে সম্প্রতি এই ব্রিটিশ-আমেরিকান সেতারবাদক একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার হিস্টেরেকটমি অপারেশনের চার বছর হয়ে গেল। সেটা ছিল আমার চতুর্থ অ্যাবডোমিনাল সার্জারি। ২৭ বছর বয়সে আমার প্রথম অপারেশনটা হয়। আমি তখন থেকে আমার জরায়ুকে ঘৃণা করতাম। সবার ঠিকঠাক, আমার কেন এত সমস্যা! এ জন্য আমি নিজের পেটকে দোষারোপ করতাম। কিন্তু আমি এখন আমার শরীর, এর প্রতিটি অঙ্গ, বিশেষ করে আমার পেট আর জরায়ুকে অনেক ভালোবাসি। আমার জরায়ু ফাইব্রয়েডসের জন্ম দিয়েছে। কিন্তু আমার জরায়ু তো আমার দুই সন্তানকেও ধারণ করেছে। ক্যালিফোর্নিয়া থেকে আপনাদের সবাইকে ভালোবাসা।’

২০১১ ও ২০১৫ সালে দুই পুত্রের মা হন অনুষ্কা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

কখনো বাংলাদেশে আসেননি পণ্ডিত রবি শঙ্কর কন্যা অনুষ্কা শঙ্কর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা ও কনসার্ট ফর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য ৩০ মিনিট সেতার বাজান। সেটি যুক্তরাজ্য থেকে রেকর্ড করা হয়েছিল। অনুষ্কা ব্রিটিশ হাউস অব কমন্স শিল্ড লাভ করা সবচেয়ে কম বয়সী ও প্রথম নারী। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নয়বার গ্র্যামি মনোনয়ন পান তিনি, গ্র্যামি উপস্থাপনা করেন ও গ্র্যামিতে সরাসরি পারফর্মও করেন।
ভারত, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য—তিন মহাদেশের তিন দেশে বেড়ে ওঠা রবিশঙ্কর ও সুকন্যা শঙ্করের একমাত্র কন্যা। সিঙ্গেল মাদার হিসেবে দুই পুত্র নিয়ে থাকেন যুক্তরাজ্যের লন্ডনে। ২০১০ সালে বিয়ে করেছিলেন বিশ্বনন্দিত ব্রিটিশ পরিচালক জো রাইটকে। ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০১১ ও ২০১৫ সালে দুই পুত্রের মা হন অনুষ্কা।