আকাশে ওড়ার স্বপ্ন নিয়ে পড়া

হাতে–কলমে শেখার সুযোগ আছে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে
ছবি: জাহিদ হোসাইন খান

ঢাকার উত্তরায় অবস্থিত কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে (ক্যাটেক) আছে অ্যারোনটিক্যাল প্রকৌশল বিষয়ে স্নাতকের সুযোগ। কলেজ কর্তৃপক্ষ জানায়, হাতে-কলমে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শিক্ষানবিশি, গবেষণা বা চাকরির সুযোগ তৈরিতেও সহায়তা করে তারা।

কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী নির্জনা সরকার। তিনি এখন গবেষণা ও উন্নয়ন সহযোগী হিসেবে যুক্ত আছেন জার্মানির আরডব্লিউটিএইচ আখেন ইউনিভার্সিটিতে। জার্মানি থেকে হোয়াটসঅ্যাপে নির্জনা বলেন, ‘ইন্টার্ন গবেষক হিসেবে আমি এখানে ফ্লুইড ডায়নামিকস, বিমানের নিরাপত্তার ডিজাইনসহ নানা বিষয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। আশা করছি, চার বছরের পড়াশোনা শেষে ইউরোপের কোনো বিমান সংস্থায় যুক্ত হব।’

অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রির জন্য ৪ বছরে ৮ সেমিস্টারে মোট ১৪২ ক্রেডিট সম্পন্ন করতে হয়। অ্যারোস্পেস প্রকৌশল, এভিওনিকস, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমসহ নানা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থী সৈয়দা মেহজাবীন বলেন, ‘কিছুদিন আগে একটি বেসরকারি বিমান সংস্থার কার্যক্রম দেখতে আমরা কক্সবাজারে গিয়েছিলাম। এর আগে হেলিকপ্টার কীভাবে পরিচালনা করতে হয়, দেখতে গিয়েছিলাম বগুড়ায়। বিমানের ককপিট বা রানওয়েতে দাঁড়িয়ে সরাসরি অভিজ্ঞতা নেওয়া একটা অন্য রকম ব্যাপার।’

বিমান ও বিমানবন্দরসংক্রান্ত কাজে যুক্ত হওয়ার স্বপ্ন নিয়েই তৈরি হচ্ছেন এই শিক্ষার্থীরা। কিছুদিন আগেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন হলো, তাই দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে বলে শিক্ষার্থীদের বিশ্বাস। এ ছাড়া ক্যাম্পাসে পড়াকালীন সময় থেকেই ভিনদেশি নানা বিমান সংস্থায় ক্যাটেকের শিক্ষার্থীরা শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন। তাই বিদেশে ক্যারিয়ার সম্পর্কেও তাঁদের ধারণা হচ্ছে।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে শিক্ষার্থীদের সনদ দিচ্ছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। এখানে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। আলাদাভাবে পদার্থবিজ্ঞান ও উচ্চতর গণিতেও জিপিএ ৪.০০ থাকা জরুরি। অ্যারোনটিকস প্রকৌশলে পড়ার ভর্তি ফি ৩৫ হাজার ৫০০ টাকা। প্রতি সেমিস্টারে টিউশন ফি ৮৯ হাজার। চার বছরের স্নাতকের জন্য মোট খরচ পড়বে প্রায় সাড়ে আট লাখ টাকা। তবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তির সুযোগও আছে।

বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে: facebook.com/Collegeofaviationtechnology

এ ছাড়া যোগাযোগের ঠিকানা: সেক্টর -১৬ জে, সড়ক -১৩, প্লট -২২, উত্তরা, ঢাকা। ফোন: ০১৯২৬৯৬৩৬৫৩, ০১৯১৬৯৮৭৩০৯