চুল কেন পড়ে যাচ্ছে

পরামর্শ দিয়েছেন—ল্যাব এইড হাসপাতালের ডার্মা‌টোল‌জিস্ট এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. এম‌ ডি কামরুল হাসান চৌধুরী

প্রশ্ন: চুল পড়ে যাচ্ছে। সেই সঙ্গে চুল ও দাড়ির রং লালচে হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানের কোনো উপায় আছে কি?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: ছেলেদের চুল পড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম বংশগত। আপনার বয়স উল্ল‌েখ করলে বুঝতে সুবিধা হতো। একটা বয়সের পর আস্তে আস্তে মাথার চুল কমে আসবে, এটিই স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, বিভিন্ন অসুখের কারণেও আমাদের চুল পড়ে। তাই কী কারণে আপনার চুল পড়ছে, সেটা জানতে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।

আর চুল লালচে বা ফ্যাকাশে হয়ে যাওয়ার পেছ‌নে অনেক কারণ থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে সঠিক পরিচর্যা না করলে এ রকম হতে পারে। ভিটামিন ডি’র ঘাটতি অথবা থাইরয়েডজনিত সমস্যার কারণেও হতে পারে। আমার মনে হয়, আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত। ধন্যবাদ