সমুদ্রপাড়ে বা জঙ্গলে গিয়ে বই পড়ার জন্য কোন ঘরটি আপনার সবচেয়ে পছন্দের?

কে না চায় সমুদ্রপাড়ে বসে নিরিবিলি কফির মগে চুমুক দিয়ে প্রিয় বইয়ের পাতা ওল্টাতে? এমন চিন্তা থেকেই বুক টুরস থ্রি সিক্সটি ডিগ্রি সমুদ্রপাড়ে, জঙ্গলে ও দ্বীপে ‘লাইব্রেরি কাম রিসোর্ট’ কেমন হতে পারে, তার ধারণা দিয়েছে। কে বলবে, ছবিগুলো আসল নয়! ফটোশপ ও লাইটরুমের মতো সফটওয়্যার ব্যবহার করে বানানো। তবে কেউ চাইলে এখান থেকে ধারণা নিয়ে সঙ্গে নিজের ধারণা জুড়ে বানিয়ে ফেলতে পারেন ছুটির দিনে অবকাশ যাপনের রিসোর্ট বা বাড়ি। অন্দরসজ্জার ধারণাতেও ছবিগুলো যোগ করতে পারে বাড়তি মাত্রা।  

১ / ৮
সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ট্যুরিজমের ধারণা। এখন কেবল একটা বই পড়ার জন্যও আপনি ছুটে চলে যেতে পারেন পৃথিবীর আরেক প্রান্তে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
আপনি কি বই পড়তে ভালোবাসেন? তাহলে সত্যি করে বলুন তো, লোকালয় থেকে দূরে জঙ্গলে এমন একটি ঘরে নিরিবিলি রোমাঞ্চকর একটা উপন্যাস পড়তে কি সাধ জাগে না?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
আপনি যদি লেখক হন, আর যদি রাইটার্স ব্লকে আক্রান্ত থাকেন, তাহলে ব্লক ছাড়িয়ে গভীর ভাবনায় ডুবে লেখালেখির জন্য এরকম একটি বাড়ির কোনো তুলনা হয় না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
সমুদ্রপাড়ে হাতে একটা বই নিয়ে শয্যা পাততেই পারেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
এরকম গোল জানালা দিয়ে বাইরের দুনিয়াটা দেখতে কিন্তু বেশ লাগবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
এরকম জায়গায় সূর্যোদয় আর সূর্যাস্তের সাক্ষী হতে কে না চাইবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
ছোট্ট পুলটায় শরীর এলিয়ে দিয়েও চোখ বুলাতে পারেন প্রিয় পঙ্‌ক্তিমালায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
দুয়ার খুললেই অন্দর আর বাহির মিলিত হয় রোদেলা আলিঙ্গনে
ছবি: ইনস্টাগ্রাম থেকে