ঘর সাজানো ও ত্বকের যত্নে যে ধারা ছিল জনপ্রিয়

প্রাকৃতিক উপাদান ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই বললেই চলে। বাণিজ্যিক ভাবে তাই প্রাকৃতিক উপকরণ দিয়ে রূপচর্চার প্রসাধনী তৈরি করেছেন অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পণ্যের প্রতি মানুষও বেশ আস্থা রেখেছে। এদিকে কাপড়ে মোড়ানো আসবাবের ব্যবহার ছিল অন্দরে। পাশাপাশি ঘরের দেয়ালে ছিল সাদা রঙের আধিপত্য।

প্রাকৃতিক উপাদানে রূপচর্চা

প্রাকৃতিক উপকরণ দিয়ে রূপচর্চার প্রসাধনী তৈরি করেছেন অনেক প্রতিষ্ঠান
ছবি: নকশা

প্রাকৃতিক উপাদান ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই বললেই চলে। বাণিজ্যিক ভাবে তাই প্রাকৃতিক উপকরণ দিয়ে রূপচর্চার প্রসাধনী তৈরি করেছেন অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পণ্যের প্রতি মানুষও বেশ আস্থা রেখেছে।

বীজের পুষ্টিগুণ

সৌন্দর্য এবং সুস্থতার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে চিয়া বীজ
ছবি: কবির হোসেন

বছর জুড়েই চিয়া বীজ ভিজিয়ে পানীয় বা খাবার তৈরি করে খেয়েছেন স্বাস্থ্যসচেতনেরা। সৌন্দর্য এবং সুস্থতার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে চিয়া বীজ।

ওজন নিয়ন্ত্রণের জন্যও জনপ্রিয় ছিল এই বীজের তৈরি স্বাস্থ্যকর পানীয়।

হাইড্রাফেসিয়াল

হাইড্রাফেসিয়ালে ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় ।
ছবি: কবির হোসেন

হাইড্রাফেসিয়াল পদ্ধতিতে নিমেষেই ত্বক আর্দ্র হয়ে ওঠে। বিশেষ যন্ত্রের সাহায্যে ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় হাইড্রাফেসিয়ালে।

দ্রুত ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে কার্যকর এই পদ্ধতি আলোচিত ছিল বছর জুড়েই।

চোখের পাপড়ি এবং ভ্রু বাড়ানোর পদ্ধতি

চলছে আইল্যাশ এক্সটেনশন
ছবি: কবির হোসেন

চোখে বাড়তি পাপড়ি লাগিয়ে নেওয়ার জন্য অনেকেই করিয়েছেন আইল্যাশ এক্সটেনশন। এদিকে মাইক্রোব্লেডিং-এর সাহায্যে ভ্রু বাড়ানোর প্রক্রিয়ায় অনেকেই আগ্রহী ছিলেন।

এই পদ্ধতিতে বেশ লম্বা সময়ের জন্য সুন্দর, আকর্ষণীয় ভ্রু পাওয়া যায়। মাইক্রোব্লেডিং হলো ট্যাটু বা উলকি করার মতো একটি প্রক্রিয়া।

কাপড়ে মোড়ানো হালকা আসবাব

কাপড়ে মোড়ানো আসবাবের ব্যবহার ছিল অন্দরে
ছবি: সাবিনা ইয়াসমিন

এ বছর কাপড়ের আসবাব বেশ জনপ্রিয় ছিল। এ ছাড়া আসবাবে প্রাকৃতিক কাঠের রং ছিল জনপ্রিয়। হালকা শেডের কাঠের রংও দেখা গেছে এই বছর।

অনেকেই এ বছর ঘর সাজাতে ব্যবহার করেছেন হালকা আসবাব আর অল্পস্বল্প অনুষঙ্গ। বেশি কারুকার্যওয়ালা আসবাবের বদলে তাই হালকা স্লিম ফিট আসবাব এ বছর বেশি দেখা গেছে।

অন্দরের অনুষঙ্গে রিকশাচিত্র  

বেড়ে যায় রিকশাচিত্রের ব্যবহার
ছবি: নকশা

ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ২০২৩ সালের শেষে স্বীকৃতি পায় ‘রিকশা ও রিকশাচিত্র’। এর পরপরই অন্দরের বিভিন্ন অনুষঙ্গে ব্যাপকভাবে রিকশাচিত্রের ব্যবহার বেড়ে যায়।

অন্দরে ‘নিরপেক্ষ’ রং

বছরজুড়ে ঘরের দেয়ালে সাদা রংয়ের ব্যবহার হয়েছে
ছবি: নকশা

বছরখানেক আগেও বাড়ির একেকটি ঘরের জন্য আলাদা রং বেছে নেওয়ার চল দেখা যেত। এ বছর তেমনটি আর দেখা যায়নি। বরং বছরজুড়ে সব ঘরেই মোটামুটি একই ধরনের রং ব্যবহার করতে দেখা গেছে।