নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার সুযোগ কেমন, কোথায় পাব খোঁজ

নেদারল্যান্ডসের হাঞ্জে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সে পড়ার অভিজ্ঞতা থেকে সে দেশে উচ্চশিক্ষার সুযোগ–সুবিধা সম্পর্কে জানিয়েছেন ফারিহা তাহমিদ

নেদারল্যান্ডসের হাঞ্জে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সে পড়েন লেখক
ছবি: সংগৃহীত

চার্টার্ড অ্যাকাউন্ট্যাসি কোর্স শেষ করেই দেশে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি শুরু করেছিলাম। কিন্তু কিছুদিন যেতেই কেমন একঘেয়ে লাগতে শুরু করে। মনে হলো ভিনদেশে গিয়ে আরেকটু পড়াশোনা করে এলে কেমন হয়। যেহেতু আমার ধৈর্যশক্তি বেশ কম, সে জন্য খুব কম সময়ে যাওয়ার সুযোগ আছে; এমন কোনো দেশ খুঁজছিলাম। এভাবেই নেদারল্যান্ডসকে বেছে নেওয়া। আইইএলটিএস, একাডেমিক দক্ষতা—সব মিলিয়ে তিন মাসেরও কম সময়ে ভিসা পেয়ে যাই।

নেদারল্যান্ডসের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান মোটামুটি একই রকম এবং যথেষ্ট ভালো। খণ্ডকালীন কাজের সুযোগ এখানে বেশি, কেননা ইউরোপের অন্যান্য দেশে ভাষাগত সমস্যা থাকলেও নেদারল্যান্ডসে সেটা নেই বললেই চলে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলে।

বছরে দুবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয়। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে

এখানে এশিয়ার অন্যান্য দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা অনেক। বাংলাদেশিরা সংখ্যায় তুলনামূলক কম। নেদারল্যান্ডসে আসার আগে একটা ব্যাপার মনে রাখা উচিত—এখানকার জীবনযাত্রার মান বেশ ব্যয়বহুল। টিউশন ফি অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক বেশি বলে অনেকেই অন্য দেশে চলে যান কিংবা ড্রপ আউট হয়ে যান। তবে পরিবারের সমর্থন থাকলে পড়াশোনা শেষে খুবই ভালো ক্যারিয়ারের সম্ভাবনা আছে।

আরও পড়ুন
আরও পড়ুন