নখ রাঙাতে নারীদের কাছে নখ পলিশ বা নেইল পলিশের জুরি মেলা ভার। নখের ওপর নানা রঙের নেইল পলিশ ব্যবহার করে কত রকম আঁকিবুঁকিই না করেন তাঁরা।
নেইল পলিশের ব্যবহার কখন শুরু হলো? এটা জানতে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন চীনে। গবেষকেরা প্রমাণ দিয়েছেন খ্রিষ্টপূর্ব ৩০০০ সালের দিকে নেইল পলিশের প্রথম ব্যবহার শুরু হয় চীনে। এই গবেষক দল আরও যুক্তিসংগত প্রমাণ হাজির করেছেন ৬০০ খ্রিষ্টপূর্বাব্দের। এ সময় চীনের চৌ রাজবংশের মানুষ নেইল পলিশ ব্যবহার করত। তারা প্রথমে সোনালি ও রুপালি রঙের নেইল পলিশ ব্যবহার করলেও একসময় লাল ও কালো রং তাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। চীনেরই আরেকটি রাজবংশ, যেটি মিং রাজবংশ (১৩৬৮-১৬৪৪ সাল) নামে পরিচিত। এ সময় নেইল পলিশ বানাতে উপাদান হিসেবে মোম, ডিমের সাদা অংশ, বাবলাগাছের আঠা, জীবজন্তুর হাড় থেকে বানানো একধরনের জেল ও বিভিন্ন উদ্ভিদ থেকে সংগ্রহ করা প্রকৃতিক রং ব্যবহার করা হতো। তবে নেইল পলিশ সাধারণ মানুষের নাগালে আসে উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার দিকে। তখনকার মানুষ নখ চকচকে করতে পাউডার ও ক্রিমের একধরনের মিশ্রণ তৈরি করে ব্যবহার করত। সে সময় গ্রাফিস হাইগলো নামে নখ পলিশ করার পেস্ট কিনতে পাওয়া যেত। কাটেক্স ও রেভলন নামের একটি প্রতিষ্ঠান ১৯ শতকের গোড়ার দিকে নেইল পলিশ তৈরির পদ্ধতি আরও উন্নত করে। আর সে ধারা অব্যাহত রয়েছে এখনো।
সূত্র: অ্যাবাউট ডটকম