তরুণদের জন্য ‘ক্লাইমেট ক্যাম্প ও ক্লাইমেটপ্রেনার’ এর সুযোগ
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘ক্লাইমেট ক্যাম্প’ এবং ‘ক্লাইমেটপ্রেনার’ নামে দুটি উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংস্থা দ্য আর্থ। পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘শুধু একটি পৃথিবী’। এই স্লোগানের সঙ্গে মিল রেখেই ‘ক্লাইমেট ক্যাম্প’ ও ‘ক্লাইমেটপ্রেনার’–এর বিষয় নির্ধারণ করা হয়েছে ‘পৃথিবীর জন্য উদ্যোগী হই’। ন্যূনতম পাঁচজন তরুণ মিলে চাইলে দ্য আর্থ সোসাইটির নির্দেশনা অনুযায়ী ‘ক্লাইমেট ক্যাম্প’ আয়োজন করতে পারেন। কেউ যদি আয়োজক হতে না চান, অংশগ্রহণকারী হিসেবেও ব্যক্তিগতভাবে যুক্ত হতে পারেন এই ক্যাম্পে। আগামী ৩০ মের মধ্যে এই ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে।
অন্যদিকে ক্লাইমেটপ্রেনার হলো পরিবেশ সংক্রান্ত ব্যবসায়িক ভাবনা উপস্থাপনের আয়োজন। দ্য আর্থ সোসাইটির সহপ্রতিষ্ঠাতা শাকিলা সাত্তার বলেন, ‘গত বছর ক্লাইমেট ক্যাম্প সফলভাবে আয়োজন করার পর এ বছর আমরা ক্লাইমেটপ্রেনারের ধারণাটি নিয়ে আসি। আমরা বিশ্বাস করি, পৃথিবীকে আরও টেকসই করবে এমন উদ্যোগ এবং বিনিয়োগকে আরও পৃষ্ঠপোষকতা করা উচিত। সেই লক্ষ্যেই সামনের দিনের আয়োজনগুলোর পরিকল্পনা করছি।’ অংশগ্রহণকারীদের জন্য আর্থিক পুরস্কারের পাশাপাশি রয়েছে নেটওয়ার্কিং, মেন্টরশিপ এবং অন্যান্য বিভিন্ন সুবিধা।