চশমার টশমা
চশমার ব্যবহার প্রয়োজনেই। আবার রোদচশমা রোদ থেকে বাঁচায় চোখ জোড়াকে। চশমা বা রোদচশমা—দুটির ফ্রেম নিয়েই ভাবনা বেশি—স্টাইলিশ হচ্ছে তো? কিন্তু এখন চশমার চেইনও গুরুত্ব পাচ্ছে ফ্যাশনে। পড়ার চশমা বা রিডিং গ্লাস তো বটেই, রোদচশমাও ঝুলতে দেখা যায় চেইনের সঙ্গে। চশমার দোকানগুলোতে মিলবে এসব চেইন। এছাড়া অনলাইনে নানা নকশার চশমার চেইনের খোঁজ করতে পারেন।
চশমার আধুনিক ও সনাতনী নকশা মিলিয়ে নজরকাড়া চেইন এনেছে সিক্স ইয়ার্ডস স্টোরি। প্রতিষ্ঠানটির ডিজাইনার জেরিন তাসনিম খান জানান, এমন ধরনের চেইন এখন রয়েছে যেগুলো চশমা কিংবা রোদচশমা দুটোতেই ব্যবহার করা যাবে। চশমা চোখের একঘেয়ে সাজ থেকে বেরিয়ে কিছুটা হলেও অভিনবত্ব তো আনবে। নকশাভেদে ৬০০-১৫০০ টাকায় মিলবে চশমার চেইন।