বিক্রি হচ্ছে চের 'আঁতুড়ঘর'

চে গুয়েভারার জন্ম এই বাড়িতেই।  এএফপি
চে গুয়েভারার জন্ম এই বাড়িতেই। এএফপি

বিপ্লবী নেতা চে গুয়েভারা জন্মেছিলেন ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে। ওই শহরের যে বাড়িটিতে তিনি জন্মেছিলেন, অর্থাৎ তাঁর সেই আঁতুড়ঘরটি বিক্রি হয়ে যাচ্ছে।

বিশ শতকের আরেক বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে জোট বেঁধে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লড়েছিলেন তরুণ চিকিৎসক চে গুয়েভারা। কিউবায় ১৯৫৯ সালে তাঁরা উৎখাত করেন মার্কিন সমর্থিত স্বৈরশাসক ফুলগেনসিও বাতিস্তার সরকারকে। এরপর বিপ্লব আরও ছড়িয়ে দিতে কিউবা থেকে বেরিয়ে পড়েন চে। কিন্তু বলিভিয়ার সেনাবাহিনীর হাতে ১৯৬৭ সালের ৯ অক্টোবর মাত্র ৩৯ বছর বয়সে নিহত হন তিনি।

চে যে বাড়িটিতে জন্মেছিলেন, তার বর্তমান মালিক ফ্রানসিসকো ফারুগিয়া নামের এক ব্যবসায়ী। তিনি আর্জেন্টিনার রোজারিও শহরের ২ হাজার ৫৮০ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্ট ২০০২ সালে কেনেন। তিনি বলেছেন, তিনি ওই বাড়িটিতে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি তিনি। তবে ফ্রানসিসকো ফারুগিয়া জানাননি, বাড়িটির কত দাম তিনি হাঁকবেন।

রোজারিও শহরের ওই বাড়ি পর্যটকদের অন্যতম আকর্ষণ। এখানে এসেছেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে পেপে মুজিসা, কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সন্তানসহ অনেকেই।