রাজস্থানে আটকা শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গে আনা হচ্ছে

মমতা ব্যানার্জি। ছবি: ভাস্কর মুখার্জি
মমতা ব্যানার্জি। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের রাজস্থান রাজ্যে আটকে পড়া পশ্চিমবঙ্গের প্রায় তিন হাজার শিক্ষার্থীকে নিয়ে আসতে তিনটি বাস গতকাল বুধবার রওনা হয়েছে।কয়েক ধাপে শিক্ষার্থীদের নিয়ে আসা হবে।

ভারতের পশ্চিমবঙ্গের অন্তত আড়াই থেকে তিন হাজার শিক্ষার্থী রাজস্থান রাজ্যের কোটা জেলায় উচ্চতর শ্রেণিতে ভর্তি ও চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল । বিভিন্ন ইনস্টটিউটে কোচিং নিতে গিয়েছিল পশ্চিমবঙ্গের তিন হাজারের মতো শিক্ষার্থী। কিন্তু লকডাউনের কারণে তাঁরা আটকে পড়ে কোটায়। আর ফিরতে পারেনি। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে শিক্ষার্থীরা সহায়তা চান। তাদের ফেরাতে মমতা উদ্যোগ নেন। রাজস্থান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেন । পশ্চিমবঙ্গের সাংসদ ও লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরীও কোটার সংসদীয় আসনের স্থানীয় সাংসদ ও ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলেন। তিনি রাজস্থানের কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন সরকারি কর্মকর্তাকে কোটায় পাঠান।
১০১টি বাস ভাড়া করে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। গতকাল প্রথম দিনে কোটা থেকে তিনটি বাস রওনা হয়। এরপরেই বাকি বাসগুলো শিক্ষার্থীদের নিয়ে যাবে।

প্রথম দিনের তিনটি বাস শনিবার পশ্চিমবঙ্গে আসার কথা। কোটা থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরের পশ্চিমবঙ্গে আসতে তিনদিন লাগবে। এই তিনটি বাসে আসা ছাত্রছাত্রীদের কলকাতা, আসানসোল এবং শিলিগুড়িতে নামিয়ে দেওয়া হবে। তবে কোটা থেকে এই বাস রওনা হওয়ার আগে প্রতিটি ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আবার পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর ফের আরেকবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপরে পশ্চিমবঙ্গ সরকারের বাস এদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেবে। একইভাবে পরবর্তী বাসগুলো ছাত্রছাত্রীদের নিয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসবে।