সড়কে স্লোগান, লেখা আর ছবিতে করোনা সচেতনতা
বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্তারে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে। একই সঙ্গে মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে। ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা; ভারত, বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেরই একই অবস্থা।
বিভিন্ন দেশের সরকার আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় এখনো কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। এ ভাইরাস প্রতিরোধে মানুষের সচেতনতার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই সচেতনতায় মুখে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলাসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বনের কথা বলা হচ্ছে। সচেতনতা তৈরিতে পিছিয়ে নেই ভারতও। বাড়িতে থাকুন, বাড়ির বাইরে বের হবেন না, মাস্ক পরুন, বারবার হাত ধুতে হবে, ভিড় এড়ান, জীবন বাঁচান, দেশ বাঁচান—এ ধরনের স্লোগান, লেখা আর ছবি দিয়ে চলছে সচেতনতা তৈরির কাজ। ভারতের পশ্চিমবঙ্গজুড়েও চলছে প্রচার। এই প্রচারের ক্যানভাস বানানো হয়েছে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন সড়ককে। করোনাভাইরাস বিস্তারে পশ্চিমবঙ্গের সব সড়ক প্রায় ফাঁকা। সড়কে গাড়ি ও মানুষের চলাচল কম। কলকাতা পৌর করপোরেশন, রাজ্যের বিভিন্ন পৌরসভা এবং বিভিন্ন থানার পুলিশ রং আর তুলিতে সড়কগুলোয় করোনাভাইরাস নিয়ে সচেতনতায় স্লোগান, বিভিন্ন লেখা ও আলপনা আঁকছে। সেসব সড়কের নানা ছবি তুলেছেন চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জি।