কাতারে করোনায় বাংলাদেশির মৃত্যু
কাতারে করোনাভাইরাসে আজ শনিবার প্রথম একজনের (৫৭) মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলায়।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। ১৬ মার্চ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল। শনিবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মৃত বাংলাদেশির ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, ওই বাংলাদেশি ৩৫ বছর ধরে কাতারে থাকেন। সর্বশেষ গত ৬ ডিসেম্বর তিনি বাংলাদেশ থেকে কাতারে পৌঁছান। তাঁর চার ছেলেমেয়ে আছেন।
কাতারে আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন।