এবার করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
আজ শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস আক্রান্তের খবরের কয়েক ঘণ্টা পর দেশটির স্বাস্থ্যমন্ত্রীর করোনাভাইরাস আক্রান্তের খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ম্যাট হ্যানকক তাঁর টুইটারে আজ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না আমার শরীরে। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।’
তিনি দেশটির স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। টুইটারে নিজের একটি ভিডিও জুড়ে দিয়েছেন হ্যানকক।
এর আগে শুক্রবার বিকেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো দেখা দেওয়ায় পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। আমি স্বেচ্ছায় আইসোলেশনে গেছি। ঘরে বসে আমি সরকার পরিচালনার কাজ করে যাব।’ তিনি টুইটারে একটি ভিডিও বার্তাও দেন।
আজ শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাজ্যে ১১ হাজার ৮১৬ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দেশটিতে ৫৮০ জন মারা গেছে।
তথ্যসূত্র: গার্ডিয়ান, বিবিসি ও জনস হপকিন্স ইউনিভার্সিটি