কোনো কোনো দেশ করোনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাসের প্রকোপের বিষয়টি যথেষ্ট গুরুত্বসহকারে নিচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চীন থেকে শুরু হওয়া এর প্রাণঘাতী ভাইরাস ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে। কিন্তু এসব দেশের স্বাস্থ্যকর্মীরাই বলছেন, তাঁদের প্রস্তুতি যথেষ্ট নয়।

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলো ঝুঁকির মুখে পড়েছে। শেয়ারবাজারগুলোর অবস্থা নাজুক। এ পর্যন্ত ৩ হাজার ৩০০–এর বেশি মানুষ মারা গেছে। বিশ্বের ৮৫টি দেশের প্রায় এক লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত। আন্তর্জাতিক ব্যবসায়, পর্যটন, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলাধুলা—সবকিছুতেই একধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিশ্বের প্রায় ৩০ কোটি শিক্ষার্থী এখন স্কুল ছেড়ে বাড়িতে সময় কাটাতে বাধ্য হচ্ছে।

এ পরিস্থিতিতে ডব্লিউএইচও বিশ্বের বিভিন্ন দেশের প্রস্ততি নিয়ে তাদের অভিযোগ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি বলেছেন, অনেকে দেশেরই করোনা প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম ঘেবরিয়াসাস জানান, এটা হেলাফেলার বিষয় না। এখন আড়মোগড়া ঝেড়ে সক্রিয় হওয়ার সময়। কোনো অজুহাত এ সময় দেখানোর কোনো সুযোগ নেই।

টেড্রোস অ্যাডানম ঘেবরিয়াসাস জানান, সব ধরনের প্রতিবন্ধকতা দূরে ঠেলে ফেলার সময় এসেছে।

যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসের প্রতিরোধে প্রস্তুতির খামতি লক্ষ করা গেছে। যুক্তরাষ্ট্রের নার্সদের বড় ইউনিয়নের স্বাস্থ্যবিধি বিশেষজ্ঞ জেন টমসন বলেছেন, ‘আমাদের দেশের বেশির ভাগ হাসপাতাল কোভিড–১৯ যথাযথভাবে নিয়ন্ত্রণে প্রস্তুত নয়।’
ন্যাশনালে নার্সেস ইউনাইটেডের পরিচালক বনি ক্যাস্টিলো বলেছেন, নার্সদের করোনা নিয়ন্ত্রণ–সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব রয়েছে। তাঁদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীরও অভাব আছে।