পুতিনের শাসনের ২০ বছর
গোয়েন্দা বইয়ের পোকা ছিলেন ভ্লাদিমির পুতিন। ১৬ বছর বয়সে যোগ দিতে চলে গিয়েছিলেন গোয়েন্দা সংস্থা কেজিবিতে। কর্মকর্তারা শারীরিক গড়ন ও বয়স নিয়ে হাসাহাসি করে বলেছিলেন, ফিল্ড ওয়ার্ক হবে না তোমাকে দিয়ে। এক কাজ করো, দু-তিনটি ভাষা শিখে নাও আর আইন পড়ো। তাহলে বড় হয়ে কেজিবির ডেস্ক ওয়ার্ক করতে পারবে। সেদিন হতাশা নিয়ে ফিরে ছেলেটি কয়েকটি ভাষা শিখলেন। বিশ্ববিদ্যালয়ে আইন পড়লেন। ২৩ বছর বয়সে একদিন খোদ কেজিবির কর্মকর্তারা কড়া নাড়েন তাঁর দরজায়। সেই ছেলে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট হন। এই সময়ে যুক্তরাষ্ট্রের তিনজন প্রেসিডেন্ট এবং ব্রিটেনের পাঁচজন প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসা-যাওয়া দেখলেন। কিন্তু তিনি বহাল তবিয়তে। ক্ষমতার ২০ বছরের চিত্র তুলে ধরেছে বিবিসি। ছবিগুলো এএফপির।
১ / ১৯
২ / ১৯
৩ / ১৯
৪ / ১৯
৫ / ১৯
৬ / ১৯
৭ / ১৯
৮ / ১৯
৯ / ১৯
১০ / ১৯
১১ / ১৯
১২ / ১৯
১৩ / ১৯
১৪ / ১৯
১৫ / ১৯
১৬ / ১৯
১৭ / ১৯
১৮ / ১৯
১৯ / ১৯