সংস্কৃত ডায়বেটিস ঠেকায়: বিজেপি নেতা
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ গণেশ সিং গতকাল বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুসারে প্রতিদিন সংস্কৃত ভাষায় কথা বলার চর্চা করলে স্নায়ুতন্ত্র সক্রিয় থাকে। ডায়বেটিস ও কোলেস্টরেল প্রতিরোধ করা যায়।
গণেশ সিং দাবি করেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষণা অনুসারে সংস্কৃত ভাষায় কমপিউটার প্রোগ্রামিং করা হলে সেটি একেবারে নিখুঁত হবে। সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিল নিয়ে এক বিতর্কে অংশ নিয়ে গণেশ সিং এ কথা বলেন।
সিং বলেন, বিশ্বের ৯৭ ভাগের বেশি ভাষা সংস্কৃতভিত্তিক।
কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারাঙ্গী বিল নিয়ে সংস্কৃত ভাষায় কথা বলেন। তিনি বলেন, সংস্কৃত খুবই নমনীয় ভাষা। একটি বাক্য বিভিন্নভাবে বলা যায়। তিনি বলেন, অনেক ইংরেজি শব্দ যেমন ব্রাদার ও কাউ সংস্কৃত থেকে এসেছে। সারাঙ্গী বলেন, অন্য ভাষার ওপর প্রাচীন এই ভাষার প্রচার প্রভাব ফেলবে না।