বৃষ্টি নামাতে ব্যাঙের বিয়ে, থামাতে বিচ্ছেদ
দেবতাকে সন্তুষ্ট করে বৃষ্টি নামাতে মাটির তৈরি দুটি ব্যাঙের বিয়ে দিয়েছিলেন স্থানীয় লোকজন। ‘উদ্দেশ্য’ সফলও হয়, ব্যাঙের বিয়ের পর নামে বৃষ্টি। কিন্তু বিধি বাম। সেই বৃষ্টি আর থামার নাম নেই। শেষে বৃষ্টি থামাতে ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয়েছে!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে এ ঘটনা ঘটেছে। বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে গত জুলাই মাসে আয়োজন করে মাটির তৈরি দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়। এরপর বৃষ্টি নেমেছেও। কিন্তু সেই বৃষ্টি এখন আর থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অতিবৃষ্টিতে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকেরা এবার বেছে নিয়েছেন উল্টো পন্থা। বিয়ের পর এবার ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটানো হয়েছে। বিয়ের দুই মাসের মাথায় গত বুধবার ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটানো হয়। ব্যাঙ দুটির বিয়ে যেমন দেওয়া হয়েছে আয়োজন করে, বিচ্ছেদও তেমনি হয়েছে ব্যাপক আয়োজনের মাধ্যমে।
দুই ব্যাঙের বিচ্ছেদ ঘটানোর কাজটি করেছে শিবসেবা শক্তি মণ্ডল নামের একটি সংস্থা। সংস্থার এক সদস্য সুরেশ আগারওয়াল বলেছেন, ‘বৃষ্টি নামানোর উদ্দেশ্যে আমরা দুটি মাটির ব্যাঙ বানিয়ে সেগুলোর বিয়ে দিই। কিন্তু বৃষ্টি এখন এমন পর্যায়ে চলে গেছে যে বৃষ্টি বন্ধ করতে আমরা ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি।’
ভারতে ব্যাঙের বিয়ে অবশ্য নতুন কোনো ঘটনা নয়। ব্যাঙের বিয়ে দিলে দেবতা সন্তুষ্ট হয়ে বৃষ্টি নামাবেন—এমন বিশ্বাস থেকে দেশটির অনেক প্রান্তেই ব্যাঙের বিয়ে দেওয়ার ঘটনা ঘটে থাকে।
ভারী বৃষ্টির কারণে এরই মধ্যে ভারতের মধ্যপ্রদেশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিতে এ পর্যন্ত নয় হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে ২১৩টি বাড়ি। গতকালও রাজ্যের আবহাওয়া অধিদপ্তর থেকে ভারী বৃষ্টির আশঙ্কা জানিয়ে সতর্কসংকেত জারি করা হয়েছে।