'অন্তত একটি প্রাণ বাঁচান'
শ্রীলঙ্কার তিন গির্জা ও তিনটি হোটেলে একযোগে বিস্ফোরণের পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান আর্চ বিশপ অব কলম্বো ম্যালকম কার্ডিনাল রঞ্জিত। সাধারণ মানুষকে শঙ্কিত না হওয়ারও আহ্বান জানান আর্চবিশপ।
আজ রোববার খ্রিষ্টান সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদ্যাপন করছে। এ উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনা ছিল। এ সময়েই আজ দ্বীপরাষ্ট্রটির তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। তিনটি হোটেলেও ঘটে বিস্ফোরণ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় অন্তত ১৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।
ভয়াবহ এ বিস্ফোরণের পর কার্ডিনাল রঞ্জিত আহত ব্যক্তিদের রক্ত দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইস্টার উপলক্ষে আজ শ্রীলঙ্কায় সরকারি ছুটি। তবে চিকিৎসকদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কার্ডিনাল। তিনি বলেছেন, ‘অন্তত একটি প্রাণ বাঁচান।’ এ ঘটনায় কারা জড়িত, তা এখনো অস্পষ্ট বলে মন্তব্য করেছেন কার্ডিনাল রঞ্জিত।
যে তিনটি গির্জায় হামলা হয়েছে সেগুলো হলো, কচিহিকাডে, নেগোম্বো ও বাটিকালোয়া। এ ছাড়া হোটেল তিনটি হলো—কলম্বোর শাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি।