শান্ত থাকুন: সিরিসেনা
শ্রীলঙ্কায় ভয়াবহ বিস্ফোরণের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। কলম্বো ও এর আশপাশ ঘিরে তিনটি গির্জা ও তিনটি বিখ্যাত হোটেলে সিরিজ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েক শ।
দেশটির পুলিশ কর্মকর্তারা বলছেন, ইস্টার সানডে উদ্যাপনের সময় আজ রোববার সকালে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জাতির উদ্দেশে বলেছেন, এ ঘটনায় তিনি শোকাহত। তিনি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানান।
দেশটির অর্থমন্ত্রী মঙ্গলা সামারাবিরা টুইটে বলেছেন, ‘এ আক্রমণে অনেক নির্দোষ মানুষ মারা গেল। খুন, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির জন্য সংগঠিত ও সমন্বিত প্রচেষ্টা এটি।’
আজ সকালে সেন্ট অ্যান্থনি গির্জায় প্রথম হামলা হয়। এরপর কলম্বোর একটি চার্চ ও পরে সেন্ট সেবাস্টিয়ান চার্চে বিস্ফোরণ ঘটে। পাশাপাশি কলম্বোর তিনটি হোটেলেও হামলার ঘটনা ঘটেছে।