কলকাতার বইমেলায় বাংলাদেশের ৪১ প্রকাশনা সংস্থা
ভারতের কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে ৩১ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলায় বাংলাদেশ থেকে ৪১টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। সোমবার বিকেলে কলকাতার এক অভিজাত হোটেলে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি প্রবীর কুমার মজুমদার, সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, বইমেলার অধিকর্তা সুধাংশ দে প্রমুখ। এবারও বইমেলা বসবে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে।
বইমেলা উদ্বোধন করবেন গুয়াতেমালার প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক ইউডা মোরেস। অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গুয়াতেমালার ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জিয়োবান্নি কাসতিয়ো। এ ছাড়া বইমেলায় বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা অংশ নেবেন।
বইমেলায় ভারত ছাড়াও ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ভিয়েতনাম, জাপান, চীন, ইরান, কোস্টারিকা, স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশকেরা যোগ দেবেন। এ বছর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী। এ উপলক্ষে বইমেলায় থাকবে নানা আয়োজন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের বইমেলা দেখতে এসেছিলেন ২২ লাখ বইপ্রেমী। বিভিন্ন প্রকাশকের বই বিক্রি হয়েছে ২২ কোটি রুপির। এ বছর মেলায় যোগ দিচ্ছে ৮০০টি প্রকাশনা সংস্থা। কলকাতা বইমেলা ৪৩ বছরে পা দিচ্ছে। এই মেলা শুরু হয় ১৯৭৬ সালে।