বাজার
ল্যাপটপের বাজেট যখন ৪০ হাজার টাকা
ল্যাপটপ কম্পিউটারের বাজারেও পড়েছে করোনাকালের প্রভাব। চাহিদার তুলনায় জোগান সীমিত। বিশেষ করে তুলনামূলক কম দামের ল্যাপটপগুলোর বেলায় কথাটা বেশি প্রযোজ্য। বিক্রেতারা বলছেন, আমদানি করা ল্যাপটপের বড় উৎস হলো চীন। আর সেই চীন থেকে করোনাভাইরাস ছড়ানোয় ভাটা পড়েছে আমদানিতে। হয়তো সে কারণেই রাজধানীর কম্পিউটারের বাজারগুলোতে কিছুটা অপ্রচলিত ব্র্যান্ডের ল্যাপটপও দেখা যাচ্ছে। তা হোক, চলুন আজ দেখে নেওয়া যাক ৪০ হাজার টাকার মধ্যে সাত ল্যাপটপের খোঁজ।
এসার অ্যাস্পায়ার ৩ এ৩১৫-২৩
১৫.৬ ইঞ্চি ডিসপ্লে
এএমডি অ্যাথলন সিলভার ৩০৫০ইউ ২.৩ গিগাহার্টজ প্রসেসর
১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ
৪ গিগাবাইট ডিডিআর৪ র্যাম
দাম ৩৯ হাজার টাকা
ওয়ালটন প্যাশন বিএক্স৩৮০০
১৪ ইঞ্চি ডিসপ্লে
অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই৩-৮১৩০ইউ ২.২ গিগাহার্টজ প্রসেসর
১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ
৪ গিগাবাইট ডিডিআর৪ র্যাম
দাম ৩৮ হাজার ৯৫০ টাকা
লেনোভো আইডিয়াপ্যাড এস১৪৫ (৮১এন৩০০জে৯আইএন)
১৫.৬ ইঞ্চি ডিসপ্লে
এএমডি এ৪-৯১২৫ ২.৩ গিগাহার্টজ প্রসেসর
১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ
৪ গিগাবাইট ডিডিআর৪ র্যাম
দাম ২৯ হাজার ৫০০ টাকা
লেনোভো আইডিয়াপ্যাড এস১৪৫ (৮১ভিডি০০ইকেআইএন)
১৫.৬ ইঞ্চি ডিসপ্লে
সপ্তম প্রজন্মের ইনটেল কোর আই৩-৭০২০ইউ ২.৩ গিগাহার্টজ প্রসেসর
১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ
৪ গিগাবাইট ডিডিআর৪ র্যাম
উইন্ডোজ ১০ হোম সংস্করণ
দাম ৪০ হাজার টাকা
চুয়ি হাই১০ এক্স
১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে (রেজল্যুশন: ১৯২০ x ১২০০)
ইনটেল সেলেরন এন৪১০০ ১.১ গিগাহার্টজ প্রসেসর
১২৮ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)
৬ গিগাবাইট ডিডিআর র্যাম
উইন্ডোজ ১০
দাম ২৮ হাজার ৫০০ টাকা
ওয়ালটন প্রিলিউড এন৪১
১৩.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে (রেজল্যুশন: ১৯২০ x ১০৮০)
ইনটেল কোয়াড কোর এন৪১০০ ১.১ গিগাহার্টজ প্রসেসর
৪ গিগাবাইট ডিডিআর র্যাম
২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)
উইন্ডোজ ১০
দাম ২৬ হাজার ৫৫০ টাকা
অ্যাভিটা পিউরা
১৪ ইঞ্চি আইপিএস ডিসপ্লে (রেজল্যুশন: ১৯২০ x ১০৮০)
অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই৩-৮১৪৫ইউ ২.১ গিগাহার্টজ প্রসেসর
২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)
৪ গিগাবাইট ডিডিআর র্যাম
উইন্ডোজ ১০ হোম
দাম ৩৯ হাজার টাকা
বাজারে খোঁজ নিয়ে তবেই ল্যাপটপগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তবে দেশের সব জায়গায় প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। তা ছাড়া দোকানভেদে দামের তারতম্য থাকতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজনে একাধিক দোকানে দেখে কেনার সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটি বিষয়, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীর দোকানে না গিয়ে অনলাইনে খোঁজখবর নিয়ে চাইলে নির্ভরযোগ্য ই-কমার্স ওয়েবসাইটে গিয়েও ল্যাপটপের ফরমাশ জানাতে পারেন।