দেশে উদ্ভাবিত হলো নতুন মাস্ক

চারপাশে কত বিচিত্র দৃশ্যই না চোখে পড়ে। দেয়াল, সাইনবোর্ড, অটোরিকশার দরজা কিংবা ট্রাকের গায়ে লেখা থাকে অমূল্য সব বাণী। বানান ভুলের নমুনাও চোখে পড়ে অহরহ। চোখের পলকে ঘটে যাওয়া বিচিত্র কোনো দৃশ্য হয়ে ওঠে হাসির কারণ। এমন মজার ছবি তুলে থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানায়। যত্ন করে আপলোড করা হবে ‘একটু থামুন’ বিভাগে। ই-মেইল করতে পারেন আপনার নাম, মুঠোফোন নম্বর, ঠিকানাসহ: [email protected]

মাস্ক না পরলে এই চাচার হাত থেকে রেহাই পেলেও করোনাভাইরাস থেকে নিস্তার নেই!

ছবি সংগ্রহ: রাজু আহমেদ, গাজীপুর

কোনো কোনো ‘গরিব সমাজসেবক’ মানবতার খাতিরে এগিয়ে এলেও আদতে কি কোনো লাভ আছে?

ছবি সংগ্রহ: আবুল কাশেম, হবিগঞ্জ

না, আদতে কোনো লাভ নেই এবং মাস্ক নেই তো বেচাকেনাও নেই!

ছবি: আহমেদ অনিক, খালিশপুর, খুলনা

তাই অবশ্যই বিধিনিষেধ মেনে চলুন এবং মাস্ক পরুন।

ছবি: কাওসার আলম

দেখুন, তিনিও মাস্ক পরেছেন! আপনি কেন পরবেন না?

ছবি সংগ্রহ: আবির রহিম

চাইলে আপনি দেশে উদ্ভাবিত এরকম সুদৃশ্য মাস্কও পরতে পারেন। মনে রাখবেন, বাঁচতে হলে পরতে হবে!

ছবি: শাহরিয়ার সাজিদ, বদরগঞ্জ, রংপুর
আরও পড়ুন