বিচিত্র
ট্রাম্প সম্পর্কে যে ১০ তথ্য ও ভিডিও আপনাকে বিস্মিত করবে
ডোনাল্ড ট্রাম্প মানেই যেন বিতর্ক। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস নিয়ে বিতর্কিত সব কথা বলেও বেশ সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট। এবার সেই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। আর কেবল করোনাই তো নয়, ট্রাম্প আলোচনা–সমালোচনার বিষয় হয়ে উঠেছেন নানা কারণে, নানা সময়ে। কখনো নিজের চুলের জন্য, কখনো কার সঙ্গে হাত মেলাননি তার জন্য। আবার কখনো নারীদের যৌন হয়রানি করার জন্য। মোটকথা ট্রাম্প সম্পর্কে শোনা যায় এমন হাজারো উদ্ভট কাহিনি। এখানে তেমনই ১০টি বিস্ময়কর তথ্য তুলে ধরা হলো...
১. শৈশবে ভীষণ ডানপিটে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাই পরিবারের সিদ্ধান্তে ১০ বছর বয়সে তাঁকে ভর্তি হতে হয়েছিল মিলিটারি স্কুলে।
২. ছোটবেলা থেকেই ট্রাম্পের জীবাণুভীতি আছে। সেটা থেকে কিছুটা শুচিবাইগ্রস্ত তিনি। আর এ কারণেই ট্রাম্প কারও সঙ্গে হাত মেলাতে পছন্দ করেন না।
৩. ডোনাল্ড ট্রাম্প একাধিক সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯০ সালে তাঁকে দেখা গিয়েছিল ‘গোস্ট কান্ট ডু ইট’ নামের কমেডি ঘরানার এক সিনেমায়। আর এ কারণে সেরা বাজে পার্শ্ব–অভিনেতার পুরস্কারও উঠেছিল তাঁর হাতে।
৪. কথায় কথায় মামলা করার বাতিক ছিল ডোনাল্ড ট্রাম্পের। একবার মার্কিন কমেডিয়ান ও টেলিভিশন উপস্থাপক বিল মাহের ট্রাম্পের বাবাকে ‘বানর’ বলেছিলেন। সঙ্গে সঙ্গে মামলা ঠুকে দিয়েছিলেন ট্রাম্প।
৫. ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন, তিনি বিশ্বের সেরা ধনী হয়েছেন সম্পূর্ণ নিজের চেষ্টায়। বাবার কাছ থেকে ঋণ হিসেবে পেয়েছিলেন ‘মাত্র’ ১ মিলিয়ন ডলার। বাকি সব তাঁর নিজের উপার্জিত।
৬. এনবিসি টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেনটিস’–এর উপস্থাপক হওয়ার বদৌলতে ট্রাম্প তারকা বনে যান। প্রতি পর্বের জন্য নিতেন ৩ লাখ ৭৫ হাজার ডলার। এই শো থেকে ট্রাম্প প্রায় ৪২৭ মিলিয়ন ডলার বানিয়েছেন।
৭. যে যা-ই বলুক, ট্রাম্পের মাথার চুল আসল। তাঁর চুলের স্টাইল ঠিক করে দিয়েছেন স্ত্রী মেলানিয়া। ‘নিউইয়র্ক টাইমস’ জানায়, টেলিভিশন অনুষ্ঠানের জন্য ডোনাল্ড ট্রাম্পের চুল পরিচর্যার পেছনে ব্যয় হয়েছিল ৭০ হাজার ডলার।
৮. ২০১৭ সাল পর্যন্ত কমপক্ষে ২৪ নারী অভিযোগ করেছেন, গত ৩০ বছরে ডোনাল্ড ট্রাম্প তাঁদের যৌন হয়রানি করেছেন। গত মাসে অ্যামি ডরিস নামের এক সাবেক মডেলও নতুন অভিযোগ তুলেছেন। এর যেন শেষ নেই!
৯. করোনাকালে গলফ খেলে সংবাদের শিরোনাম হয়েছেন ট্রাম্প। সারা বিশ্বে প্রায় ১৮টি গলফ কোর্সের মালিক তিনি। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত শুধু গলফ কোর্সেই ডোনাল্ড ট্রাম্প উড়িয়েছেন ৩১ কোটি ৫০ লাখ ডলার।
১০. রিপাবলিকান পার্টি থেকেই নির্বাচন করে মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ট্রাম্প নিবন্ধিত ডেমোক্র্যাট নেতা ছিলেন। সুযোগ বুঝে দল বদলে আজ তিনি প্রেসিডেন্ট!
নিউইয়র্ক টাইমস, বিবিসি ও সিরিয়াস ফ্যাক্টস ডটকম অবলম্বনে আবু হেনা মোস্তফা কামাল