ভারতের মুম্বাইভিত্তিক একটি ট্রাভেল এজেন্সি সম্প্রতি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এক অভিনব প্রচারণা শুরু করেছে। সংস্থাটি বলছে, করোনাভাইরাসের টিকা নেওয়াসহ যুক্তরাষ্ট্রে চার দিন তিন রাত থাকার বন্দোবস্ত করবে তারা। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে কেবল ‘ভিভিআইপি’ গ্রাহকেরা এই প্যাকেজের জন্য নাম নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য খরচ পড়বে ১ লাখ ৭৪ হাজার ৯৯৯ রুপি, অর্থাৎ প্রায় ২ লাখ টাকা। মুম্বাই থেকে নিউইয়র্ক যাওয়া–আসার বিমানভাড়া, সকালের নাশতাও এই প্যাকেজের অন্তর্ভুক্ত।
ট্রাভেল এজেন্সিটি তাদের এই নতুন প্যাকেজকে বলছে ‘ভ্যাকসিন ট্যুরিজম’। তাদের হোয়াটসঅ্যাপ বার্তায় আরও বলা আছে, মার্কিন প্রতিষ্ঠান ফাইজার বাণিজ্যিকভাবে টিকা বিক্রির ঘোষণা দিলেই এ কার্যক্রম শুরু হবে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ট্রাভেল এজেন্সিটি জানিয়েছে, তাদের কাছে কোনো টিকা নেই বা তারা টিকা কিনেও রাখেনি। যুক্তরাষ্ট্রের আইন মেনে টিকা নেওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন, গ্রাহকের পক্ষ থেকে সেই প্রক্রিয়াই তারা সম্পন্ন করবে। সে জন্য গ্রাহকের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নেওয়া হচ্ছে না। কোনো শারীরিক সমস্যা থাকলে, তা উল্লেখ করে নাম, ই-মেইল, ফোন নম্বর ও বয়স লিখে নিবন্ধন করা যাবে। সঙ্গে দিতে হবে পাসপোর্টের কপি। ভারতীয় প্রতিষ্ঠানটির দাবি, শিগগিরই ‘ভ্যাকসিন ট্যুরিজম’ সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া