ওষুধের সাইড ইফেক্ট কমানোর উপায়

আঁকা: আসিফ

সুইমিংপুল

মিতু: শুনলাম, আঙ্কেল নাকি দুটি সুইমিংপুল বানিয়েছেন।

বাবলু: হ্যাঁ, একটা পানিতে ভর্তি, আরেকটা খালি।

মিতু: একটাতে পানি, আরেকটা খালি? মানে কী এর?

বাবলু: একটা হচ্ছে যারা সাঁতার জানে তাদের জন্য, আর পানি ছাড়াটা হচ্ছে যারা সাঁতার জানে না তাদের জন্য।

ডিম না মুরগি

রেস্তোরাঁয় খেতে গেছে বিলু আর টিপু।

বিলু বলল, ‘দোস্ত, কী অর্ডার করব? কাচ্চি?’

টিপু বলল, ‘দোস্ত, তার আগে বল, ডিম আগে, না মুরগি আগে?’

বিলু ওয়েটারকে বলল, ‘আপনিই এর উত্তরটা দেন।’

ওয়েটার বলল, ‘স্যার, আপনারা যেটার অর্ডার আগে দেবেন, ওইটাই আগে আসবে।’

হায়ার স্টাডি

একদিন পাহাড়ে উঠে এদিক-সেদিক ঘোরাঘুরি না করে একমনে বই পড়তে শুরু করল বিল্টু।

তা দেখে এক লোক এসে জিজ্ঞেস করল, ‘ব্যাপার কী, ভাই, এই পাহাড়ে উঠে আপনি বই পড়ছেন? ভারি তাজ্জব ব্যাপার তো!’

বিল্টু চোখের সামনে থেকে বইটা সরিয়ে বলল, ‘তাজ্জব ব্যাপার মানে! দেখছেন না আমি হায়ার স্টাডি করছি!’

আঁকা: আসিফ

সাইড ইফেক্ট

খাওয়া শেষে পকেট থেকে ওষুধ বের করল বিলু।

টিপু বলল, ‘কিসের ওষুধ?’

বিলু একটা ক্যাপসুলের কিছু অংশ কাটতে কাটতে বলল, ‘গ্যাস্ট্রিকের।’

টিপু বলল, ‘কি রে, তুই ক্যাপসুলটা এ রকম সাইড কেটে খাচ্ছিস কেন?’

বিলু বলল, ‘সাইড ইফেক্ট কমানোর জন্য।’